যুক্তরাষ্ট্রে লাখো মানুষের জীবন কেড়ে নিয়েছে কোভিড-১৯
পৃথিবীর শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখের মানুষের প্রাণহানি ঘটিয়েছে নতুন করোনাভাইরাস। এটা এমনই এক সংখ্যার মাইলস্টোন যা দেখতে হবে না বলে আশা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ৫০টি প্রধান অঙ্গরাজ্যেই এখন নাগরিকদের ঘরে রাখার কড়াকড়ি শিথিল করা হচ্ছে। খোলার অনুমতি দেওয়া হয়েছে ব্যবসাগুলোকেও। দেশের নানা স্থানে নিশ্চিত সংক্রমণের ঘটনা না কমলেও অর্থনীতিকে পুনরায় সচল করার ট্রাম্প প্রশাসনের তাগিদ থেকেই এমনটা করা হচ্ছে। অবশ্য এর সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিন খুব দ্রুতই বাজারে আসবে এমন প্রত্যাশাও যুক্ত হয়েছে।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার নাগাদ বিশ্বব্যাপী প্রায় ৫৫ লাখ মানুষ আক্রান্ত হন, আর মারা গেছেন তিন লাখ ৪৬ হাজার।
একইসুত্র অনুসারে আজ বুধবার নাগাদ যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯৮ হাজার ৯১৬ জন। আক্রান্ত ১৭ লাখের কাছাকাছি।
তবে প্রকৃত সংখ্যা এর চাইতেও অনেক বেশি। কারণ অনেক রোগীই আক্রান্ত হওয়ার পর করোনা টেস্ট ছাড়াই মারা গেছেন।
কোভিড-১৯ যে পরিমাণ মার্কিনীর জীবন কেড়েছে; তা ভিয়েতনাম ও কোরিয়ো যুদ্ধে নিহত মার্কিন সেনাদের সম্মিলিত সংখ্যার সমান।
যুক্তরাষ্ট্রের বিপরীতে সমগ্র ইউরোপের মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার।
ওয়ার্ল্ডোমিটার ডটকম সূত্র অবশ্য যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ৫৭২ জন বলে দাবি করে।