রাজনীতিবিদ ভাইকে সহায়তা করায় তারকা উপস্থাপককে চাকরিচ্যুত করল সিএনএন
যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহায়তা করায় মার্কিন তারকা সঞ্চালক ক্রিস কুওমোকে চাকরিচ্যুত করেছে সিএনএন। সাবেক গভর্নর অ্যান্ড্রু সম্পর্কে ক্রিসের বড় ভাই।
সিএনএনের দাবি, ভাইয়ের কেস চলাকালীন ক্রিস কুওমোর জড়িত থাকার ব্যাপারে তদন্তে অতিরিক্ত তথ্য বেরিয়ে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর গত আগস্টে পদত্যাগ করেন অ্যান্ড্রু কুওমো।
নিজের হতাশা ব্যক্ত করে ৫১ বছর বয়সী ক্রিস কুওমো এক বিবৃতিতে বলেন, "আমি যেভাবে চেয়েছিলাম, সিএনএনে আমার শেষটা সেরকম হলো না।"
২০১৩ সাল থেকে সংবাদ সংস্থাটির সাথে জড়িত ছিলেন ক্রিস। ধীরে ধীরে তিনি মার্কিন সংবাদ উপস্থাপনায় সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে ওঠেন। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনিই সিএনএনের হয়ে সংবাদ কাভারেজে নেতৃত্ব দেন।
এদিকে সিএনএনের বিবৃতিতে বলা হয়েছে, রাজনীতিবিদ ভাইকে যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার ব্যাপারে তদন্ত করতে একটি সম্মানীয় আইনী সংস্থাকে নিয়োগ দিয়েছিল তারা। সেখানেই যেসব নতুন তথ্য উঠে আসে, তার ভিত্তিতে 'অবিলম্বে' ক্রিসকে চাকরিচ্যুত করা হয়েছে।
গত মঙ্গলবারই ভাইয়ের যৌন নির্যাতনের মামলায় নেপথ্য সহায়তা প্রদানের অভিযোগে ক্রিসকে বরখাস্তের ঘোষণা দেয় সংবাদ প্রতিষ্ঠানটি।
বলা হয়, আইনি লড়াই চলাকালীন ক্রিস কুওমো তার ভাইকে যে পরামর্শ দিয়েছেন, তা ছিল সাংবাদিকতার নীতির লঙ্ঘন।
মার্চ মাসে ভাইয়ের সেক্রেটারি মেলিসা ডিরোসাকে ক্রিস বার্তায় লেখেন, "আপনার আমাকে বিশ্বাস করতে হবে। আমরা এমন ভুল করছি যার ভার আমরা বইতে পারবো না।"
নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস কুওমোর পাঠানো কিছু মেসেজ সামনে আনেন। কুওমো বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অবস্থান ব্যবহার করে তার ভাইয়ের মামলা সংক্রান্ত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছিলেন। মামলায় জড়িত নারীর ব্যাপারেও জানার চেষ্টা করেন তিনি ক্রিস বিভিন্ন মার্কিন মিডিয়া আউটলেটের সাথে যোগাযোগের এবং ভাইকে নিয়ে আসন্ন অন্যান্য অভিযোগ সম্পর্কে জানতে চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ক্রিস ও অ্যান্ড্রু কুওনোর বাবা মারিও কুওনোও ছিলেন নিউইয়র্কের সাবেক গভর্নর।
- সূত্র- বিবিসি