রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০% কার্যকর: আরআইএ
রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর। দেশটির সংবাদ সংস্থা আরআইও ভ্যাকসিনটির প্রস্তুতকারক সংস্থা গ্যামেলিয়া ইনস্টিটিউটের সহকারি পরিচালক ডেনিস লোগুনোভের বরাতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গবেষকরা জানিয়েছিলেন, ভ্যাকসিনটি করোনাভাইরাসের মূল স্ট্রেইনের বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর। অর্থাৎ ভ্যাকসিনটি ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম কার্যকর।
লগুনোভ জানিয়েছেন, ডিজিটাল মেডিক্যাল রেকর্ড ও টিকাদানের রেকর্ডের ওপর ভিত্তি করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনটির কার্যকারিতা নিরূপণ করা হয়েছে।
- সূত্র: রয়টার্স