রাশিয়ায় বিষপ্রয়োগে সঙ্কটাপন্ন বিরোধী দলীয় নেতার জীবন
রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি বিষপ্রয়োগের ফলে অজ্ঞান হয়ে পড়ায় তাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার এ আন্দোলনকর্মী বিমানে করে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে বহনকারী ফ্লাইটটি ওমস্ক শহরে জরুরি অবতরণে বাধ্য হয়, জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। ফ্লাইটে থাকাকালে নাভালনিকে পরিবেশন করা চায়ে কিছু (বিষ) মিশিয়ে দেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে- জানান তিনি।
এদিকে ওমস্কের যে হাসপাতালে ন্যাভালনিকে ভর্তি করা হয়েছে- সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, নাভালনির অবস্থা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ।
৪৪ বছরের নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক বলেও পরিচিত।
গত জুনেই তিনি পুতিনের আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্যে পার্লামেন্টের অনুষ্ঠিত এক ভোট নিয়ে তীব্র নিন্দা করেন। সংবিধান সংশোধনের এ উদ্যোগকে তিনি বিদ্রোহ এবং সংবিধান লঙ্ঘন বলে উল্লেখ করেছিলেন।
মুখপাত্র যা বলেছেন:
নাভালনি প্রতিষ্ঠিত একটি দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের প্রেস সচিব কিরা ইয়ারমিশ। ২০১১ সালে ফাউন্ডেশন্টি প্রতিষ্ঠা করেছিলেন অ্যালেক্সি নাভালনি।
কিরা এক টুইট বার্তায় জানান, ''আজ সকালে (স্থানীয় সময়) তিনি মস্কো থেকে টোমাস্ক ফিরছিলেন, এসময় ফ্লাইটে অবস্থানকালেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ প্রেক্ষিতে ফ্লাইটটি ওমস্ক শহরে জরুরি অবতরণ করে। ধারনা করা হচ্ছে অ্যালেক্সিকে তেজস্ক্রিয় কোনো বিষ প্রয়োগ করা হয়েছে।''
এসময় তিনি আরও জানান, ''সকাল থেকে তিনি কিছুই খাননি। কিন্তু, বিমানে ওঠার পর এক কাপ চা পরিবেশন করা হলে, তিনি তা পান করেছিলেন। তাই আমাদের সকলের সন্দেহ যে, তার চায়েই কিছু একটা মেশানো হয়েছে।''
এসময় তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তেজস্ক্রিয় উপাদানটি গরম চায়ের সঙ্গে পান করায় সেটি খুব দ্রুত তার দেহে ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে এক টুইট বার্তায় ইয়ারমিশ জানান, কোমায় চলে যাওয়া নাভালনিকে এখন ভেন্টিলেটরের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে, এছাড়া হাসপাতালটি প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে ভরে গেছে ।
তিনি আরও জানান, প্রথমদিকে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিতে বেশ আগ্রহী ছিলেন। কিন্তু পুলিশ আসার পর থেকেই মনে হচ্ছে, তারা আতঙ্কিত। টক্সিকোলজি টেস্ট করাতে দেরি হচ্ছে বলে তারা কালক্ষেপণ করছেন। এমনকি ইতোমধ্যেই তারা যা অনুমান করছেন, তা নিয়েও আর কথা বলছেন না।