রোববার থেকে কুয়েতে জরুরি অবস্থা জারি
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে বিপর্যস্ত বিশ্বের ১৭০টির বেশি দেশ। এ ভাইরাসের মহামারি ঠেকাতে নানা পদক্ষেপের অংশ হিসেবে এবার কুয়েতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শনিবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এর ঘোষণার বরাত দিয়ে কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, রোববার থেকে কুয়েতে বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ কুয়েতের সংসদীয় কমিটির এক বৈঠক শেষে আরও জানান, আগামী ২৬শে মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী দুই সপ্তাহের সরকারি ছুটি শেষে ছুটির সময়সীমা আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, জরুরি অবস্থা জারি করা আইন অমান্যকারী যে কোনও ব্যক্তিকে ৩ বছরের জেল ও দশ হাজার (কুয়েতি দিনার) জরিমানার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, কুয়েতের ফারওয়ানিয়া, সালমিয়া,খাইতান ও জিলিব আল সুয়েখ এলাকায় থাকা প্রবাসীরা অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকছেন না উল্লেখ করে কুয়েত পার্লামেন্টের সাংসদ সাফা আল-হাশেম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত সিদ্ধান্ত অত্যাবশ্যক, এ বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।
তিনি বলেন, অভিবাসীদের বড় একটি অংশ স্থানীয় আইন মানছে না, জরুরী অবস্থা জারি এর সুষ্ঠু সমাধান নয়, তবে এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
সাংসদ সাফা আল-হাশেম এর এই বক্তব্য স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই কুয়েত সরকার জরুরি অবস্থা জারি করে।