রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার বিচার হওয়া উচিত: মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার ঢাকাকে আশ্বাস দিয়েছেন, রোহিঙ্গা সংকট নিরসনে কুয়ালালামপুর ও অন্যান্য আসিয়ান সদস্য দেশগুলো প্রয়োজনীয় সবকিছু করবে।
ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মাহাথির এ কথা বলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়টি বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন মাহাথির।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে মালয়েশীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল চালিয়ে যাবার কথা বলেছেন।
এ সময় রোহিঙ্গাদের অস্থায়ীভাবে স্থানান্তরের জন্য তৈরি ভাসানচর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানাতে অনুরোধ করেন মাহাথির। প্রধানমন্ত্রী তাঁকে ভাসানচরে রোহিঙ্গাদের সুরক্ষা ও অন্যান্য সম্পর্কিত বিষয়সহ রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানান।
মাহাথির মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও কথা বলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, তাঁর সরকার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেবে।
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।