শতভাগ কার্যকর করোনা অ্যান্টিবডি আবিষ্কারের দাবি
সার্সকোভ-২ নামক নতুন করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগ প্রতিরোধে একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি।
ক্যালিফোর্নিয়াভিত্তিক এই বায়োটেক কোম্পানির নাম সোরেন্টো থেরাপিউটিক্স। গতকাল শুক্রবার কোম্পানিটি তাদের এক গবেষণা প্রতিবেদনে জানায়, তারা নতুন এক ধরনের অ্যান্টিবডি আবিষ্কার করেছে। গবেষণাগার পর্যায়ে পরীক্ষায় টানা চারদিন ধরে সুস্থ কোষগুলো অ্যান্টিবডির সাহায্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শতভাগ সফল হয়েছে।
মানবদেহে এখনও অবশ্য এর কার্যকারিতা সরাসরি পরীক্ষা করে দেখা হয়নি। তবে এটি একটি আশা জাগানিয়া সংবাদ, কারণ মার্কিন কোম্পানিটি মানবদেহে করোনা প্রতিরোধী প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে একটি অ্যান্টিবডি মিশ্রণ তৈরির গবেষণা পূর্ণদ্যমে চালিয়ে যাচ্ছে। গবেষণা সফল হলে করোনার জীবাণু সময়ের পরিক্রমায় বিবর্তন লাভ করলেও তা থেকে মানুষ সুরক্ষা পাবে। খবর মার্কেট ইনসাইডার ও ফক্স নিউজের।
এসটিআই-১৪৯৯ নামের অ্যান্টিবডিটি এবার অগ্রাধিকারমূলকভাবে দ্রুত পরীক্ষা করে দেখার জন্য মার্কিন খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবে সোরেন্টো। সরকারের তরফ থেকে তাদের গবেষণা কাজে বাড়তি সহায়তা দেওয়া হবে এমন প্রত্যাশার কথা জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
অ্যান্টিবডিটির কার্যকারিতা সম্পর্কে সোরেন্টোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ডা. হেনরি জি বলেন, করোনার চিকিৎসা যে আছে, আমরা তা নিয়ে গুরুত্ব সহকারে দাবি করতে চাই। আমাদের আবিষ্কৃত এসটিআই-১৪৯৯ শতভাগ সফলতা দেখিয়েছে। এটা একবার শরীরে প্রয়োগের পর থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, ফলে কাউকে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন হবে না। মানুষ তখন ভয়শূন্য হয়ে একে-অপরের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ছোট কোম্পানিটি সরকারি অনুমোদন পাওয়ার পর বৃহৎ ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে উৎপাদনে চুক্তিবদ্ধ হবে।
আর গবেষণায় সফলতার খবর প্রকাশের সঙ্গেসঙ্গেই গতকাল শুক্রবার মার্কিন পুঁজিবাজারের লেনদেনে সোরেন্টো থেরাপিউটিক্সের শেয়ারের দর ২৪৪ শতাংশ পর্যন্ত বাড়ে।