সাড়ে ৫৭ কোটি ভ্যাকসিনের ঘাটতি, কোভ্যাক্সের লক্ষ্যমাত্রা হ্রাস
দাতা দেশগুলোর কাছ থেকে চলতি বছর প্রায় সাড়ে ১৪২ কোটি কোভিড ভ্যাকসিন পাবে টিকাদানের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। চলতি বছরের জুলাইয়ে ২০০ কোটি ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও বুধবার নতুন এই তথ্য জানিয়েছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স।
সরবরাহ কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে ভারতের সেরাম ইন্সিটিটিউটের রপ্তানি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে গ্যাভি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) সঙ্গে মিলিতভাবে গ্যাভি এই যৌথ বিবৃতি প্রদান করে।
এছাড়া, জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন উৎপাদনে উদ্ভূত সমস্যা এবং ইউএস বায়োটেক ফার্ম নোভাভ্যাক্স ও চীনের ক্লোভার বায়োফার্মাসিউটিক্যালস উৎপাদিত ভ্যাকসিনের অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কারণেও ভ্যাকসিন সরবরাহে ঘাটতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
- সূত্র: রয়টার্স