সিনোভ্যাক টিকা সৃষ্ট অ্যান্টিবডি ৬ মাস পর কমে যায়, সাহায্য করবে বুস্টার ডোজ: গবেষণা
সিনোভ্যাক বায়োটেকের কোভিড-১৯ টিকাগ্রহণকারী বেশিরভাগ মানুষের দেহে অ্যান্টিবডির পরিমাণ দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় মাস পর কার্যকর সুরক্ষার গুরুত্বপূর্ণ সীমারেখা থেকে কমে যায়। তবে এসব ব্যক্তিকে বুস্টার শট হিসেবে তৃতীয় ডোজ দেওয়া হলে ঘাটতিটি পূরণ হতে পারে।
পরীক্ষাগারে করা সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে একথা জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।
১৮-৫৯ বছরের সুস্বাস্থ্যের অধিকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়। তবে এর ফলাফল এখনও অন্য বিজ্ঞানীদের পর্যালোচনা বা পিয়ার রিভিউয়ের আওতায় আসেনি।
গবেষণায় অংশগ্রহণকারী সকলে দুই থেকে চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ সিনোভ্যাক টিকা গ্রহণ করেছিলেন। এদের মধ্যে, ছয় মাস পর দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১৬.৯ শতাংশ এবং চতুর্থ সপ্তাহে দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে একইসময় পর ৩৫.২ শতাংশ সুরক্ষা দানকারী অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।
নমুনা জনসংখ্যাকে ৫০ অধিক সদস্যের দুটি দলে ভাগ করা হয়। এরপর তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। অন্যদিকে, তৃতীয় ডোজ দিয়ে পরীক্ষা করা হয়েছে ৫৪০ জনকে।
এছাড়া, আলোচিত দুই দলের সদস্যদের কাউকে কাউকে ছয় মাস পর তৃতীয় ডোজ টিকা দিয়ে দেখা যায় এর গড়পড়তা ২৮ দিন পর থেকে তাদের রক্তে সুরক্ষাদায়ী অ্যান্টিবডির পরিমাণ ৩-৫ গুণ পর্যন্ত বেড়ে গেছে।
চীনের জিয়াংশু প্রদেশের কর্তৃপক্ষ, সিনোভ্যাক ও অন্যান্য চীনা গবেষণা সংস্থা যৌথ উদ্যোগে এ গবেষণা করেছে।
তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, তারা করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরন গুলোর বিরুদ্ধে অ্যান্টিবডির প্রভাব পরীক্ষা করেননি, আর এব্যাপারে বিস্তারিত জানতে আরও গবেষণা করতে হবে।
- সূত্র: রয়টার্স