সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ৭, আহত ১৪০
সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাত জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরো ১৪০ জন।
অন্তর্বর্তী সরকারের কাছ থেকে গতকাল সোমবার দেশটির সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জেনারেল আবদেল ফাত্তাহ আল-বোরহান সামরিক-বেসামরিক সার্বভৌম কাউন্সিল ভেঙে দেন। দুবছর আগে এক আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা স্বৈরশাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এই কাউন্সিল গঠিত হয়।
রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেনারেল বুরহান। ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচনের মধ্য দিয়ে জয়ী বেসামরিক সরকারের হাতে ক্ষমতা অর্পণের প্রতিশ্রুতি দেন তিনি।
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাস্তায় বেরিকেড দিয়েছে তরুণ আন্দোলনকারীরা। সৈন্যদের সঙ্গে চলছে সংঘর্ষ। বশিরকে ক্ষমতাচ্যুত করায় নেতৃত্ব দানকারী এবং সামরিক-বেসামরিক কাউন্সিল গঠনে সমঝোতাকারী প্রধান বিরোধী জোট ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ এই টুইট বার্তায় সামরিক দখলদারি অপসারণ করতে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। তারা সড়কে অবস্থান গ্রহণ, অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।
সোমবার ক্ষমতা দখলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হ্যামডকসহ কাউন্সিলের সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রচালিত টেলিভিশনের সংবাদ পরিচালককেও আটক করা হয়েছে।
- সূত্র: রয়টার্স