১১ জেএমবির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগ ভারতের
জামায়াত-উল-মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিগোষ্ঠীর ১১ সদস্যসহ একজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
গত মঙ্গলবার এনআইএ’র চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রে শামিল হওয়াসহ, অন্যদের জঙ্গিদলে যোগ দিতে প্ররোচিত করা এবং ভারতের জাতীয় স্বার্থ-বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ আনা হয়।
‘অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধ তৎপরতা রোধ আইন, অস্ত্র আইন এবং বিদেশি নাগরিক আইনের আওতায় মামলা করা হয়েছে।’ এনআইএ’র একজন মুখপাত্র আউটলুক ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার নিজস্ব আদালতে এসব অভিযোগ আনা হয়। অভিযুক্তরা হলো; নাজির শেখ (২৫), আরিফ হোসেইন (২৪), কাদর কাজী (৩৩), হাবিবুর রহমান (২৮), মোহাম্মদ দেলোয়ার হোসেইন (২৮), মোস্তাফিজুর রহমান (৩৯), আদিল শেখ (২৭), আব্দুল করিম (২১), মোশাররফ হোসেইন (২২) এবং বাংলাদেশের এক নাগরিক জাহিদুল ইসলাম (৪০)।
ভারতের দাবি, পূর্ব উদ্ধারকৃত আলামতের ভিত্তিতেই এসব ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গতবছর স্থানীয় পুলিশ বেঙ্গালুরুর চিক্কাবানাভারা এলাকার একটি বাড়ি থেকে এসব আলামত জব্দ করে। এই বাড়িটি জেএমবি সদস্যরা ভাড়া নিয়েছিল।
পুলিশি অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক সরঞ্জাম, যন্ত্রপাতি, নানা প্রকার রাসায়নিক দ্রব্য ও কন্টেইনার। এছাড়াও বেশ কিছু নাইন মিলিমিটার বুলেট, ডিজিটাল ক্যামেরা এবং হামলার পরিকল্পনা সংক্রান্ত কিছু হাতে লেখা নথিপত্রও জব্দ করা হয়।