১ বছর পরও বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন ৫০% কোভিড রোগী: গবেষণা
২০২০ সালে চীনের উহান শহরে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের প্রায় অর্ধেকই এক বছর পর এসেও বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক বছর পরও এখনো মাংসপেশিতে ব্যথা, অবসাদ বা ক্লান্তি ভাব, শ্বাস নিতে কষ্ট হওয়া ও বিষণ্ণতায় ভোগার মতো সমস্যায় ভুগছেন এসব রোগীরা।
এক বছর ধরে চলমান এক গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। যারা কোভিডে আক্রান্ত হননি তাদের তুলনায় এসব রোগীরা এখনো শারীরিকভাবে দুর্বল। শুক্রবার জনপ্রিয় মেডিক্যাল জার্নাল ল্যানসেটে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণাটিতে কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের ওপর এ রোগের বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রভাব উঠে এসেছে।
বেইজিং ও উহানের বিজ্ঞানীদের পরিচালিত এ গবেষণাটিতে ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কোভিডে আক্রান্ত হওয়া ১,২৭৬ জন রোগীর ছয় মাস ও ১২ মাসের সময়কার স্বাস্থ্যগত অবস্থার পর্যালোচনা করা হয়েছে।
- সূত্র: হিন্দুস্তান টাইমস