২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর তেল আবিব
প্রযুক্তি খাতে ইসরায়েলের আধিপত্যের ব্যাপারে আমরা সকলেই ওয়াকিবহাল। এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীর তালিকায় স্থান করে নিল ইসরায়েলের রাজধানী তেলআবিব। কোভিড পরবর্তী বিশ্বে তেল আবিব নগরীকেই সবচেয়ে ব্যয়বহুল নগরীর তকমা দিলো লন্ডন ভিত্তিক অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। গত বছর পঞ্চম স্থান অধিকারকারী তেলআবিব এবার উঠে এসেছে প্রথম স্থানে।
দ্বিতীয় স্থানে যৌথভাবে স্থান করে নিয়েছে প্যারিস ও সিংগাপুর। সুইজারল্যান্ডের জুরিখ আছে পরবর্তী স্থানে।
হঠাৎ করে তেলআবিবের এমন উত্থান অনেকের মনেই ব্যাপক কৌতূহল জেগেছে। ইআইউ কর্তৃপক্ষ নিজেদের এমন সিদ্ধান্তের কারণও জানিয়েছে। কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তারা জরিপটি সম্পন্ন করেছেন। ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রামান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, যাতায়াতের খরচাদি, জ্বালানির মূল্যমান প্রভৃতি বিষয়-আশয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রণয়ণ করা হয়েছে।
ইসরায়েল দ্রুততম সময়ে ভ্যাকসিন প্রদানকারী দেশগুলোর অন্যতম। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলি শেকেলের মূল্যমান ডলারের বিপরীতে শতকরা ৩.৫ ভাগে উন্নীত হয়েছে। এক্ষেত্রে ১৭৩ টি শহরের প্রায় দু'শটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যমান এবং সেবার মান বিবেচনায় নেওয়া হয়।
ব্যয়বহুল শহরের তালিকায় উপরের দিকে আরো যে নগরীগুলো রয়েছে –
১ তেল আবিব, ইসরাইল
২ প্যারিস, ফ্রান্স (সম্মিলিতভাবে)
৩ সিংগাপুর (সম্মিলিতভাবে)
৪ জুরিখ, সুইজারল্যান্ড
৫. হংকং
৬ নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
৭ জেনেভা, সুইজারল্যান্ড
৮. কোপেন হেগেন, ডেনমার্ক
৯ লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া
১০ ওসাকা, জাপান
১১ অসলো, নরওয়ে
১২ সিউল, দক্ষিণ কোরিয়া
১৩ টোকিও, জাপান
১৪ ভিয়েনা, অস্ট্রিয়া (সম্মিলিতভাবে)
১৫ সিডনি, অস্ট্রেলিয়া (সম্মিলিতভাবে)
১৬ মেলবোর্ন, অস্ট্রেলিয়া
১৭ হেলসিংকি, ফিনল্যান্ড (সম্মিলিতভাবে)
১৮ লন্ডন, ইংল্যান্ড (সম্মিলিতভাবে)
১৯ ডাবলিন, আয়ারল্যান্ড
২০ ফ্রাঙ্ক ফ্রুট, জার্মানি
২১. সাংহাই, চীন
ইআইউ'র রিপোর্ট অনুযায়ী, অপরিশোধিত পেট্রোল-অকটেনের শতকরা ২১ ভাগ মূল্যবৃদ্ধি এবং তামাকজাত দ্রব্যের দামের ঊর্দ্ধগতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর শহরের ব্যয়বহুলতার দিকটিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
ইরানের রাজধানী তেহরান ব্যয়বহুলতার সূচকে এক লাফে ৫০ ধাপ অতিক্রম করেছে। পূর্বে তেহরান ছিল ৭৯ তম স্থানে যেটি এখন এসে ঠেকেছে ২৯ তম-তে। সবচেয়ে কম ব্যয়বহুল নগরী নির্বাচিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। যুদ্ধবিদ্ধস্ত দামেস্ক গত কয়েক বছর ধরে শেষের দিকে অবস্থান করছে।
ব্যয়বহুল দেশের তালিকায় উপরের দিকে সাধারণত আমেরিকা, অস্ট্রেলিয়া তথা ইউরোপের শহরগুলোর আধিক্য লক্ষ করা যায়। আফ্রিকা, ল্যাতিন আমেরিকা এবং এশিয়ার অনুন্নত, উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলোর নগরীগুলোকে খুব একটা দেখা যায় না। প্যারিসকে টপকে তেল আবিব প্রথম স্থান অধিকার করে এশিয়ার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।