৯০ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা
মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ইঙ্কের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর হয়েছে । আজ সোমবার (৯ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষার প্রাথমিক ফলাফল অনুসারে কোভিড-১৯ প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত টিকার সফলতা সম্পর্কে জানায় কোম্পানিটি।
বিশ্বব্যাপী ১১ লাখের বেশি জীবন কেড়ে নিয়েছে চলমান মহামারি। বিশ্ব অর্থনীতির মূলে আঘাত করছে করোনাভাইরাস। ফাইজারের ঘোষণা এমন সঙ্কট থেকে মুক্তি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা যোগ করেছে।
সবচেয়ে বড় ঘটনা হচ্ছে; মার্কিন কোম্পানি ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োএনটেক এসই হচ্ছে প্রথম ওষুধ প্রস্তুতকারক সংস্থা যারা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের বিশ্লেষিত তথ্য তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর রয়টার্সের।
টিকার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও কোম্পানিদ্বয় জানিয়েছে। এবং চলতি মাসের শেষদিকে তারা মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে এর জরুরি প্রয়োগের অনুমোদন চাইবে।
অনুমোদন মিললে প্রথমদিকে সীমিত আকারে এটি শুধু সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দেওয়া হবে।
তবে ফাইজারের সফলতার সূত্রে, অন্যান্য গবেষণাধীন প্রার্থী টিকাও সফল হবে- এমন আশা জেগেছে। আর সেটা হবে করোনাভাইরাসের বিরুদ্ধে মানব সভ্যতার বিজয়ের মুহূর্ত, যার শুরুটা আজকের দিন থেকেই হয়েছে।
এমন কথা জানান ফাইজারের চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী অ্যালবার্ট বৌরলা।
আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ''আজ বিজ্ঞান এবং মানবজাতির জন্য মহান এক দিন। বিশ্বজুড়ে যখন আবারও সংক্রমণের নতুন রেকর্ড করছে, হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, অর্থনীতি সম্পূর্ণরূপে সচল করা যাচ্ছে না- ঠিক তখনই আমরা নিজেদের গবেষণায় অর্জিত মাইলফলকের কথা জানাচ্ছি।''
এনিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের অন্যতম শীর্ষ প্রতিষেধক বিজ্ঞানী বিল গ্রাবার বলেন, ''আমি উৎফুল্ল। জনস্বাস্থ্যের জন্য এটা উজ্জ্বল এক মুহূর্ত। বর্তমানে আমরা যে বিপদে আছি, তার অবসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।''