‘আরব’ চালককে পেটানোর দৃশ্য সরাসরি সম্প্রচার করল ইসরায়েলি টিভি চ্যানেল
ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনা বাহিনীর মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপনাস্ত্র হামলা ও সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে ইসরায়েলের উগ্র ডানপন্থী জনতা কর্তৃক এক ব্যক্তির ওপর হামলার দৃশ্য টেলিভিশনে সরাসরি প্রচারিত হয়েছে।
ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে কয়েক কিলোমিটার দূরে উপকূলবর্তী অঞ্চল বাট ইয়ামের কাছে এ ঘটনা ঘটে।
টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, এক ব্যক্তিকে তার গাড়ি থেকে প্রথমে টেনেহিঁচড়ে বের করা হয়। এরপর জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার ওপর চলে উন্মত্ত জনতার বেদম প্রহার। 'আরব' সন্দেহে তার ওপর এভাবে ঝাঁপিয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানে এই দৃশ্য সরাসরি (লাইভ) প্রচার করা হয়।
পুলিশ এবং জরুরী পরিষেবাগুলো সময়মত ঘটনাস্থলে পৌঁছায়নি; হামলা ও গণপিটুনির শিকার সেই ব্যক্তি সড়কের মাঝখানে ১৫ মিনিটের মত নিস্তেজ হয়ে পড়েছিলেন।
হামলায় অংশ নেয়া জনতা দাবি করে সেই ব্যক্তি একজন আরব যিনি ডানপন্থী জাতীয়তাবাদীদের আঘাত করছিলেন। অথচ ফুটেজে দেখা গেছে, তিনি ছিলেন নিছক একজন গাড়িচালক এবং সড়কে চলমান বিক্ষোভ এড়ানোর চেষ্টা করছিলেন।
হামলার শিকার সে ব্যক্তির পরিচয় প্রকাশ না করে তেল আবিবের ইচিলভ হাসপাতাল এক বিবৃতিতে জানায়, 'তিনি গুরুতর আহত হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছেন"।
ডানপন্থী নীতিনির্ধারক এবং 'রেলিজিয়াস জিওনিজম' দলের প্রধান বেতজেলেল স্মোরিচ বলেছেন তিনি এই হামলার 'নৃশংস নিষ্ঠুরতা' দেখে 'লজ্জিত'।
তিনি বলেন, "ইহুদি ভাইয়েরা, থামো! কোন পরিস্থিতিতেই আমরা নিজেদেরকে সহিংস কাজে অংশ নিতে দিতে পারি না"।
"সন্ত্রাসবাদী সংগঠনগুলো আমাদের নিরীহ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে, প্রত্যেকের মন ভারী হয়ে আছে। চারপাশের চিত্র অত্যন্ত কঠিন, এমতাবস্থায় আমরা নিজেদের উত্তেজনা ও আগ্রাসনের দিকে প্ররোচিত করতে পারি না', যোগ করেন তিনি।
বামপন্থী মেরেৎজ দলের একজন আরব ডেপুটি বলেন, এসব চিত্র তুলে ধরে যে দেশটি শীঘ্রই 'গৃহযুদ্ধের' দিকে ধাবিত হচ্ছে।
বুধবার রাতে বেশ কয়েকটি শহরে ডানপন্থী নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়, যার ফলে কখনো পুলিশ আবার কখনো আরব ইসরায়েলিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একর, হাইফা এবং লড সহ বিভিন্ন শহর থেকেই তাদের কাছে সহিংস ঘটনার খবর এসেছে। উত্তর-পশ্চিমে আরব-ইহুদি অধ্যুষিত একটি এলাকায় পাথর নিক্ষেপকারীদের দ্বারা একজন ইহুদির গুরুতর আহতের কথাও জানায় পুলিশ।
ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আল আকসা। পবিত্র স্থানটির নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সংঘাত চলে আসছে। সম্প্রতি এই সংঘাত জন্ম দিয়েছে প্রচণ্ড বিক্ষোভ।
চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে দু'পক্ষের মধ্যকার সংঘর্ষকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়।
এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বোমা হামলায় ৬৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৭ শিশুও। আহত হয়েছে ৩৮৮ জনের অধিক।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজার হামাস গোষ্ঠী এক হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে। বেশিরভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর।
- সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিএনএন