‘জীবন বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়’: টুইটবার্তায় ভারতের রেল মন্ত্রণালয়
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে বগি আর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফাঁকা জায়গায় পড়ে যান এক নারী। সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে টেনে তুলেন রেলওয়ের একজন কনস্টেবল। বলিউডি কায়দায় ট্রেনে উঠতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই নারী।
রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সেকান্দারবাদ প্ল্যাটফর্মে। স্টেশনের সিসিটিভি ঘটনায় ধরা পড়েছে পুরো দৃশ্য।
ভিডিওতে দেখা যায় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে। সেই মুহূর্তে দৌড়ে এসে ট্রেনে উঠার চেষ্টা করেন এক নারী। পুরুষ এক সহযাত্রী তার হাতও ধরে ফেলেন। কিন্তু, ট্রেনে পা রাখার মুহূর্তে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন কনস্টেবল ছুটে এসে তাকে টেনে প্ল্যাটফর্মে তুলেন।
শুক্রবারের এই দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ভারতের রেল মন্ত্রণালয়। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।
এক টুইট বার্তায় রেল মন্ত্রণালয় কর্তৃপক্ষ লিখে, "জীবন বলিউড সিনেমার কোনো দৃশ্য নয়। এর মূল্য আরও অনেক। ভাগ্য ভালো যে, আরপিএফ (রেলওয়ে প্রটেকশন ফোর্স) কর্মীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বেঁচে গেছেন। চলন্ত ট্রেনে কখনো ওঠানামা না। সতর্ক থাকুন। নিরাপদে থাকুন।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতেই ভিডিওটি ভাইরাল হয়। জীবন বাঁচাতে দুঃসাহসী ভূমিকা রাখায় আরপিএফ কনস্টেবল দীনেশ সিংয়ের প্রশংসায় সয়লাব নেট দুনিয়া।
এর আগে, গত ৩১ জুলাই ভারতের উত্তরপ্রদেশে একই ধরনের দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি পা ফসকে পড়ে যান। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে আটকে যায় তার পা। ব্রহ্মপুত্র স্পেশাল নামের চলন্ত ট্রেনটি তাকে টেনে নিতে থাকে।
দায়িত্বরত একজন আরপিএফ কনস্টেবল দ্রুত তাকে টেনে বের করেন।
তৎকালীন রেলমন্ত্রী পিয়ুষ গয়াল কন্সটেবলের সাহসিকতার প্রশংসা করে ভিডিওটি টুইটারে শেয়ার করেন।
গত মাসে, আরেকজন আরপিএফ কনস্টেবল মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়া এক ব্যক্তিতে উদ্ধার করেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস