‘পাগল, বর্ণবাদী ও যৌনতাবাদী শূকর’: ট্রাম্পকে ওবামা আসলে যা ভাবেন
মার্কিন প্রেসিডেন্টরা জনসম্মুখে তাদের উত্তরসূরি, নব্য প্রেসিডেন্টের সমালোচনা বা কটুক্তি করেন না বলে খ্যাতি রয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেই নিয়ম যথাযথভাবেই মেনে চলেছেন।
তবে ২০২০ সালের নির্বাচনের সময়ে ওবামা এ ধরনের সতর্কতা বর্জন করেন। ওই নির্বাচনে জয়ী হয়ে তার ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে হোয়াইট হাউসের সিংহাসনে বসেছেন। কিন্তু পর্দার আড়ালের তথ্য হলো, দাতা ও উপদেষ্টাদের কাছে ওবামাই অধিক যোগ্য প্রার্থী ছিলেন।
নতুন একটি বইয়ের সূত্রে জানা যায়, ট্রাম্পকে ওবামা 'পাগল', 'বর্ণবাদী', 'যৌনতাবাদী শূকর', 'দুর্নীতিবাজ' ইত্যাদি বলে সম্বোধন করেছেন।
ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আটলান্টিকের সহকারী লেখক এডওয়ার্ড আইজাক ডোভার 'ব্যাটল ফর দ্য সউল: ইনসাইড দ্য ডেমোক্র্যাটস' নামক ক্যাম্পেইন শুরু করেছিলেন এবং সেখানেই ওবামার এসব উক্তির উল্লেখ রয়েছে। যদিও এটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' আগেই এর একটি কপি হাতে পেয়েছে।
ডোভারের এই রিপোর্টে একটি অনুচ্ছেদে এও বলা হয়েছে, বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন বলেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উচিত 'নিজের চরকায় তেল দেওয়া'!
ট্রাম্পের প্রতি ওবামার এসব উক্তি তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। রিপাবলিকান পার্টিতে এখনো ট্রাম্পের বেশ শক্তিশালী ক্ষমতা রয়েছে। তবে গত ৬ জানুয়ারির ইউএস ক্যাপিটল দাঙ্গা এবং তার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে একাধিক তদন্ত করতে ৯/১১ কমিশনের ধাঁচে একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনটির কাছ থেকে ক্রমশ ট্রাম্পের ওপর রাজনৈতিক ও আইনি ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ওবামার প্রতি ট্রাম্পের বিষোদ্গার সবার কাছেই অত্যন্ত পরিচিত এবং ট্রাম্প প্রায়ই ওবামাকে কটুক্তি করেছেন। বর্ণবাদী প্রথা আবারও জন্ম দেওয়া থেকে শুরু করে ওবামা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ছিলেন না- এমন কথাও বলেছেন ট্রাম্প।
এ ব্যাপারে ওবামার প্রতিক্রিয়া সবার জানা থাকলেও, এতটা কাঠখোট্টা ভাষায় সমালোচনা এবারই প্রথম জানা গেল।
ডোভারের রিপোর্ট জানায়, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্প-মস্কোর মধ্যে সম্পৃক্ততা নিয়ে চলমান তদন্তের মধ্যেই ভ্লাদিমির পুতিনসহ অন্য বিদেশি নেতাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেই কলের সময় তার পাশে কোনো সহযোগীও ছিলেন না। এর সূত্র ধরেই ট্রাম্পকে ওবামা 'দুর্নীতিবাজ' বলে সবচেয়ে কড়া সমালোচনা করেন।
-
সূত্র: দ্য গার্ডিয়ান