ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কন্নরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
হেলিকপ্টারটিতে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ৯ জন ছিলেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত সেনাসদস্যদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
একই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের স্ত্রী ছিলেন বলেও শোনা যাচ্ছে।
প্রতিকূল আবহাওয়ার জন্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, হেলিকপ্টারটি সুলুর এয়ারবেজ থেকে নীলগিরির ওয়েলিংটনে ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের উদ্দেশে যাচ্ছিল। ৫০ কিমি পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট লাগার কথা ছিল। তবে মাঝপথেই আকাশ থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
দুর্ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় মানুষেরাও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। তবে দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ কঠিন হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
- সূত্র- ভারতীয় গণমাধ্যম