ক্ষতিপূরণ জিতলো ইরানের ভূপাতিত করা বিমান আরোহীদের পরিবার
২০২০ সালে তেহরানের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় আরোহীর পরিবারকে সুদসহ ১০৭ মিলিয়ন কানাডীয় ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কানাডার একটি আদালত।
অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের এই নির্দেশে নিহতদের স্বামী বা স্ত্রী, ভাইবোন, সন্তান এবং ভাই ও বোনের সন্তানেরা এই ক্ষতিপূরণের অর্থ পাবে।
গত বছরের ৮ জানুয়ারি এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ কে আঘাত করে দুইটি ক্ষেপণাস্ত্র। ইরান পরে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র ভেবে ভুলবশত বিমানটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।
হামলায় বিমানের ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়।
সেখানে ৫৫ জন ছিলেন কানাডার নাগরিক; আরও ৩৫ জনের কানাডায় স্থায়ী আবাসনের অনুমোদন ছিল।
বিমান দুর্ঘটনায় নিহতের স্বজনেরা ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ইরানের কাছ থেকে কীভাবে অর্থ সংগ্রহ করা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে স্বজনদের আইনজীবী মার্ক আরনল্ড বিবিসিকে জানিয়েছেন, তার দল কানাডা এবং অন্যান্য দেশে থাকা ইরানিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করার ভাবছে, যার মধ্যে তেলের ট্যাংকারও অন্তর্ভুক্ত।
এবারই প্রথম এমন ঘটনা ঘটল যেখানে, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরান আদালতে আত্মপক্ষ সমর্থন করেনি।
গত বছর কানাডিয়ান সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানটি ভূপাতিত করার জন্য ইরান সম্পূর্ণরূপে দায়ী এবং এটি অযোগ্যতা ও বেপরোয়া ভাবের ফল।
ইরান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এর দায় অস্বীকার করেছিল। কিন্তু বিভিন্ন প্রমাণ প্রকাশ পেতে থাকলে, দেশটির দ্য রেভল্যুশনারি গার্ডস এরোস্পেস ফোর্স স্বীকার করে নেয় যে, তাদের এয়ার ডিফেন্সের একটি ইউনিট বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিকে ভুলবশত মার্কিন ক্ষেপণাস্ত্র ভেবে বসে এবং আক্রমণ চালায়।
- সূত্র- বিবিসি