রেড লাভ ইমোজি পাঠালেই ৫ বছরের জেল হতে পারে সৌদি আরবে!
হোয়াটসঅ্যাপে কথোপকথনের সময় লালরঙা লাভ ইমোজি পাঠালে কারাদন্ড ভোগ করতে হতে পারে সৌদি আরবে। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্র এই তথ্য জানিয়েছে।
সৌদি আইন অনুযায়ী, রেড লাভ ইমোজি যিনি পাঠাবেন তিনি অপরাধী প্রমাণিত হলে ২-৫ বছরের জেল এবং ১০০,০০০ সৌদি রিয়াল (প্রায় ২৩ লাখ টাকা) জরিমানা হতে পারে।
সৌদি আরবের এক সাইবারক্রাইম বিশেষজ্ঞ দেশটির আরবি দৈনিক ওকাজ-এ একটি বিবৃতি দিয়ে জানান, হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠানোকে এখন থেকে 'হেনস্থা' হিসেবে গণ্য করা হবে।
গালফ নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায়, সৌদি আরবের অ্যান্টি-ফ্রড এসোসিয়েশনের সদস্য মোয়াতাজ কুতবি বলেছেন, "অনলাইনে কথোপকথনের সময় সুনির্দিষ্ট কিছু ছবি ও ভাবভঙ্গি প্রকাশকে যদি বিপরীতপক্ষ হয়রানির শিকার হচ্ছে বলে মনে করে এবং অভিযোগ দাখিল করে, তাহলে এ বিষয়ে একটি মামলা হবে।
তিনি অনলাইন ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে বলেন, কারো সম্মতি ছাড়া তাদের সাথে কথপোকথনে যাওয়া উচিত নয়। সুস্পষ্ট অভিব্যক্তি বা লাল লাভ ইমোজি ব্যবহারকে যৌন অভিপ্রায়ের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হতে পারে।
তাছাড়া, অপরাধী বার বার একই নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
তবে সৌদি আরবে এ ধরনের নিয়ম জারি এবারই প্রথম নয়। গত বছরের নভেম্বরে দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে রিমুভ করে দিলে তাকে গ্রেপ্তারসহ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করার নিয়ম করেছে সৌদি সরকার।
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি