আমার শিল্প নষ্ট কোরো না: বিলিয়নেয়ার দম্পতির বিবাহবিচ্ছেদে নিলামে পিকাসো ওয়ারহল
রিয়েল এস্টেট বিলিওনেয়ার হ্যারি ম্যাকলোউই ও তার সাবেক স্ত্রী লিন্ডা বার্গের বিবাহ বিচ্ছেদকে ঘিরে সোথবাইতে নিলামে ওঠে কয়েক ডজন মডার্ন শিল্পকর্ম। তাদের সম্পত্তি ভাগের জন্য চিত্রকর্মগুলো নিলামে তোলার নির্দেশ দেন আদালত।
এরমধ্যে ছিল মার্ক রথকোর আর অ্যান্ডি ওয়ারহলের চিত্রকর্মও। গত নভেম্বরে তাদের সংগ্রহের অর্ধেক চিত্রকর্মের দাম ওঠে ৬৭৬ মিলিয়ন ডলারের বেশি। সোথবি'স-এর ডাকা সবচেয়ে দামী নিলাম ছিল এটি।
গত শুক্রবার সোথবি'স আরও ৩০টি চিত্রকর্ম সামনে আনে, আগামী মে মাসে নিউইয়র্কে নিলামে ওঠানো হবে এগুলো।
এসব চিত্রকর্মের মধ্যে আছে রথকোর আনটাইটেলড – এটি বিক্রি হতে পারে ৩৫-৫০ মিলিয়ন ডলারে। ওয়ারহোলের শেষদিকের চিত্রকর্মগুলোর একটিও আছে এরমধ্যে। তার সর্বশেষ এই সেলফ পোট্রেটটি ১৫-২০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। তার ১৯৮৬ সালের মধ্যে আঁকা সিরিজ 'ফ্রাইট উইগ' এর একটি 'ভানিটাস: স্কালস অ্যান্ড সেলফ পোট্রেট '।
গেরহার্ড রিকটারের একটি ও উইলেম দে কুনিংয়ের দুটি ছবিও নিলামে উঠবে। এছাড়া আলবার্তো গিয়াকোমেতি, পাবলো পিকাসো আর জেফ কুনের ছবিও বিক্রি হবে।
সোথবি'স এর প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লস এফ স্টুয়ার্ট বলেন, "নভেম্বরে ম্যাকলোউই কালেকশনের ৩৫টি চিত্রকর্ম বিক্রির পর বিশ্বের শীর্ষ সংগ্রাহকদের নজরে আসে, বিক্রির রেকর্ড হয় এভাবেই। আগামী মে মাসে এই সংগ্রহের আরও ৩০টি চিত্রকর্ম নিয়ে আসব আমরা, এই দফার বিক্রিও নিশ্চিতভাবে টানটান উত্তেজনাময় হবে।"
ম্যাকলোউই দম্পতি তাদের দীর্ঘ ছয় দশকের দাম্পত্যজীবনে এসব চিত্রকর্ম সংগ্রহ করে। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর তারা বা তাদের আইনজীবী কেউই চিত্রকর্মগুলোর দাম নিয়ে একমত হতে পারেনি। এ কারণেই এগুলো বিক্রির নির্দেশ আসে আদালত থেকে।
সূত্র: দ্য গার্ডিয়ান