একদিনের রেপো নিলামে রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের ২৬ বিলিয়ন ডলার বিক্রি
ইতোমধ্যেই দেশটিতে সুদের হার বেড়েছে ২০ শতাংশ।
একদিনের রেপো নিলামে ২.৩৯ ট্রিলিয়ন রুবেল অর্থাৎ ২৬ বিলিয়ন ডলার বিক্রি করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১ মার্চ) এ তথ্য জানায় তারা।
ইতোমধ্যেই দেশটিতে সুদের হার বেড়েছে ২০ শতাংশ। এ অবস্থায় আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
তবে, একদিনের এই নিলামে কোনো সীমা নির্ধারিত ছিল না।
ব্যাংকগুলোতে যাতে পর্যাপ্ত তারল্য থাকে, সে উদ্দেশেই এই নিলামের ব্যবস্থা করা হয়েছে।
- সূত্র: রয়টার্স