রাশিয়ায় মার্শাল ল' জারির গুজব নাকচ করে দিলেন পুতিন
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ায় জরুরি সামরিক আইন (মার্শাল ল) জারির গুজব ছড়িয়ে পড়েছে। এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (৫ মার্চ) এয়ারলাইন কর্মীদের সাথে পুতিনের একটি বৈঠক টেলিভিশনে সম্প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, "কোনো দেশে বিদেশি শক্তির আগ্রাসন হলে বা কোনো স্থানে ব্যাপক সহিংসতা/ অরাজকরতা হলে তখন মার্শাল ল জারি করা হয়। আমাদের দেশে তেমন কিছু ঘটেনি। আশা করি, তেমন কিছু হবেও না।"
এসময় পুতিন আরও বলেছেন, রাশিয়ার নিজস্ব আইনেই জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। দেশে প্রচণ্ড গোলযোগ বা বিপর্যয় দেখা দিলে শুধুমাত্র তখনই মার্শাল ল জারির বিধিমালা রয়েছে। এখন তেমন কোনো পরিস্থিতি দেখা দেয়নি।
"রাশিয়ান ফেডারেশনের কোনো প্রদেশেই এখন জরুরি অবস্থা জারির কথা সরকার ভাবছে না, এর কোনো প্রয়োজন নেই"- উল্লেখ করেন তিনি।
এর আগে নিজস্ব গোয়েন্দা সূত্রের বরাতে ইউক্রেনের একজন কর্মকর্তা দাবি করেন, পুতিন শুক্রবারই রাশিয়ায় মার্শাল ল জারি করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহকারী মিখাইল পোদোলিয়াক নামের ওই পোদোলিয়াক কোনো প্রকার প্রমাণ না দিয়ে আরও বলেন, খুব শিগগির রাশিয়ায় সব ধরনের জন-সমাবেশ ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। বাইরের দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এছাড়া অন্যান্য বিধিনিষেধও থাকবে। তবে তার ওই আভাস এখনও বাস্তবে রূপ নেয়নি।
পুতিন অবশ্য সরাসরি কোনো দাবিকে গুজবের জন্য দায়ী করেননি। তবে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে এখন প্রোপাগান্ডা যুদ্ধ চালানো হচ্ছে।
- সূত্র: আরটি