চীনে আবারও বাড়ছে সংক্রমণ, প্রায় ৪ কোটি মানুষ লকডাউনে
চীনে আবারও বাড়তে শুরু করেছে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। সংক্রমণ ঠেকাতে তাই কয়েক মিলিয়ন মানুষ বসবাস করছে লকডাউনের আওতায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াই করছে চীন।
বর্তমান প্রাদুর্ভাবটি পূর্বের কম সংক্রামক ধরনের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। গেল ফ্রেব্রুয়ারি মাসে দৈনিক সংক্রমণের সংখ্যা যেখানে কয়েক ডজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে এখন প্রতিদিনের এ সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ১০০'রও বেশি। ২০২০ সালের প্রথম দিকে উহানে কোভিড শনাক্ত হওয়ার পর এটিই সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
অন্যান্য দেশের তুলনায় সংখ্যাটি কম হলেও চীনের মতো 'শূন্য-কোভিড নীতি' অনুসরণকারী দেশের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগজনক।
মঙ্গলবার পর্যন্ত রাজধানী বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো অন্যান্য বড় শহরগুলোসহ দেশব্যাপী ২১টি প্রদেশ এবং পৌরসভায় সংক্রমণের খবর পাওয়া গেছে।
সংক্রমণের সংখ্যা সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। মহামারি মোকাবেলায় মঙ্গলবার পর্যন্ত চীনজুড়ে ৩৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লাখ মানুষ কোভিড লকডাউনে রয়েছে বলে জানা গেছে।
- সূত্র: সিএনএন