রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মিথ্যাচারের অভিযোগে হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার মিথ্যাচার করে হিলারি ও তার দল ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির চেষ্টা করে বলে ট্রাম্পের অভিযোগ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়।
১০৮ পৃষ্ঠার মামলায় সাবেক এই প্রেসিডেন্ট অভিযোগ করেন, "অভিযুক্ত ব্যক্তিরা মিলিতভাবে প্রতিহিংসাবশত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড জে. ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি বিদেশি শত্রু রাষ্ট্রের সঙ্গে আঁতাতের মিথ্যা কাহিনি ছড়ায়।"
মামলার অন্যান্য দাবির মধ্যে "ধাপ্পাবাজি" এবং "ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা ষড়যন্ত্র" করার অভিযোগ করেছে।
অভিযুক্তদের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছেন ট্রাম্প। মামলায় বলা হয়, প্রতিপক্ষের মিথ্যাচারের কারণে টাম্পকে প্রতিরক্ষা, আইনি ফি ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করতে হয়েছে। আর তাই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৭ কোটি ২০ লাখ ডলার অর্থাৎ, এর প্রায় তিনগুণ অর্থ দাবি করেছেন ট্রাম্প।
মামলার পর ট্রাম্পের অ্যাটর্নি অ্যালিনা হাব্বা এক বিবৃতিতে বলেন, হিলারি ও তার সহযোগীরা বছরের পর বছর ধরে নিজেদের জঘন্য অপরাধ চাপা দিয়ে পাড় পাওয়ার চেষ্টা করছে। আর তাই সবার অভিযোগ সামনে আনতে ও যুক্তরাষ্ট্রের পবিত্র গণতান্ত্রিক নীতিগুলোকে সমুন্নত রাখতে এ মামলা করা হয়েছে।
হিলারিকে হারিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সেই নির্বাচনে ট্রাম্প ও তার প্রচারদলের বিরুদ্ধে জালিয়াতি ও নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে।
২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হারার পর ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেন। তবে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
ট্রাম্পের মামলার বিষয়ে হিলারি ক্লিনটনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার পক্ষে কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
- সূত্র: রয়টার্স ও সিএনবিসি