জেলেনস্কির চিরকুটের জবাবে পুতিন: 'ওদেরকে গুঁড়িয়ে দেব'
তুরস্কে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের 'শান্তিস্থাপক' হিসেবে কাজ করছেন রোমান আব্রামোভিচ। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বার্তা আদান-প্রদানের কাজও করছেন চেলসি ফুটবল ক্লাবের এই মালিক। শান্তি আলোচনায় ভূমিকা রাখতে ইস্তাম্বুল, মস্কো এবং কিয়েভের মধ্যে সংযোগ তৈরি করেছেন তিনি।
কিন্তু যখন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে শান্তির শর্ত সম্বলিত হাতে লেখা একটি চিরকুট তিনি পুতিনকে দেন, তখন প্রচণ্ড ক্ষুব্ধ হন রুশ নেতা।
টাইমসের তথ্যমতে, এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিন আব্রামোভিচকে বলেন, "তাকে (জেলেনস্কি) বলুন, আমি তাদেরকে সম্পূর্ণ পরাস্ত করবো।"
পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আব্রামোভিচ। তাই অনেকের ধারণা, নিজের খ্যাতি উদ্ধারের চেষ্টায় শান্তি আলোচনায় ভূমিকা রাখতে চাচ্ছেন তিনি।
ব্রিটেনসহ পশ্চিমজুড়ে তার মোটা অংকের সম্পদ স্থগিত করা হয়েছে। এর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি লন্ডনের সম্পত্তির পাশাপাশি চেলসি ফুটবল ক্লাবও বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।
তবে, তার কয়েক মিলিয়ন পাউন্ড মূল্যের ইয়ট এবং বিমানগুলো নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। কারণ সম্পদের ওপর পশ্চিমের এই নিষেধাজ্ঞা জল ও আকাশসীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় ভূমিকা রাখার জন্য জেলেনস্কি আব্রামোভিচকে পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এমনটিই উল্লেখ করা হয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বুধবার ব্যক্তিগত বিমানে চেপে রাশিয়ার উদ্দেশে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর ছেড়েছিলেন আব্রামোভিচ।
পুতিনের সঙ্গে দেখা করার সময় ইউক্রেনে শান্তি স্থাপনের শর্ত সম্বলিত একটি রূপরেখা উপস্থাপন করেছিলেন তিনি। জানা গেছে, শর্ত সম্বলিত সেই চিঠি জেলেনস্কির নিজের হাতে লেখা।
তবে, শান্তি স্থাপনে আব্রামোভিচের ব্যক্তিগত এই উদ্যোগ ফলপ্রদ হয়নি। গণমাধ্যমের তথ্য অনুসারে, জেলেনস্কির চিঠিতে আরও ক্ষুব্ধ হন রাশিয়ার নেতা।
ইস্তাম্বুল ফিরে এসে আব্রামোভিচ ইউক্রেনের রাজনীতিবিদ রুস্তম উমেরভের সঙ্গে যোগাযোগ করেন। জানা গেছে, চলমান সংকটে উমেরভ কিয়েভের পক্ষে আলোচক হিসেবে কাজ করছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহীম কালিনের উদ্যোগে ইস্তাম্বুলের একটি পাঁচতারকা হোটেলে দেখা করেন তারা।
ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে আসন্ন ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় অগ্রগতি আনতে তারা একযোগে কাজ করবেন।
- সূত্র: ডেইলি মেইল