ওষুধের তীব্র অভাব, দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন শ্রীলঙ্কা
স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দেওয়ায় চাহিদা অনুযায়ী উৎপাদিত হচ্ছে না বিদ্যুৎ। এছাড়া, তীব্র সংকট দেখা দিয়েছে ওষুধ সরবরাহেও।
আজ বুধবার দেশজুড়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বিগত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ফুরিয়ে যাওয়ায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দেশ এখন কোনো কিছু আমদানি করতে পারছে না। বৈদেশিক মুদ্রার সংকটে কিনতে পারছে না জ্বালানি তেল, ওষুধ ও খাবার।
শ্রীলঙ্কায় বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করা রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে দিনে ১০ ঘণ্টা দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ উৎপাদন করতে জেনারেটর চালানোর মতো তেল নেই। এ মাসের শুরু থেকেই দেশটিতে দিনে গড়ে সাত ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না।
এখন বৃষ্টির না হওয়ায় দেশটির বেশিরভাগ জলাধারের পানি বিপদসীমার নিচে নেমে গেছে। যে কারণে জলবিদ্যুতেও ভাটা পড়েছে। শ্রীলঙ্কার মোট বিদ্যুতের ৪০ শতাংশের বেশি উৎপাদিত হয় জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।
সূত্র: এএফপি।