মুদ্রাস্ফীতি কমাতে সুদহার দ্বিগুণ করল শ্রীলঙ্কা
শুক্রবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা'র কেন্দ্রীয় ব্যাংক এর প্রধান সুদহারগুলো দ্বিগুণ করেছে। মুদ্রাস্ফীতি কমাতে সেন্ট্রাল ব্যাংক প্রতিটি সুদহারকে নজিরবিহীন ৭০০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে।
দ্য সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল)-এর অর্থ বিষয়ক বোর্ড এর স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ১৪.৫০ শতাংশে ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ১৩.৫০ শতাংশে বৃদ্ধি করেছে।
দেনায় জর্জরিত শ্রীলঙ্কার কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির মূল্য পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ নেই। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ, ঔষধ ইত্যাদির সরবরাহ বর্তমানে অপ্রতুল।
এ অর্থনৈতিক মন্দার কারণে প্রায় এক মাস ধরে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন দেশটির নাগরিকেরা।
এর আগে মার্চ মাসে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়ে ১৮.৭ শতাংশে পৌঁছায়। একজন বিশ্লেষক ৪০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ার আভাস দিয়েছেন।
ফ্রন্টিয়ার রিসার্চ-এর অর্থনীতি গবেষণার প্রধান থিলিনা পান্ডুওয়াবলা বলেন, এই বৃদ্ধি দ্বারা বোঝা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর পি. নন্দলাল বীরসিংহে সমস্যা সমাধানে ভালোভাবেই চেষ্টা করছেন।
এর আগে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেছিলেন তার দেশকে জরুরিভিত্তিতে ঋণখেলাপি না হওয়ার পদক্ষেপ (দেনা পুনর্বিন্যাস) নিতে হবে ও বৈদেশিক আর্থিক সহায়তা চাইতে হবে।
পার্লামেন্টে আলি সাবরি বলেছিলেন, 'দেনা পরিশোধ না করে আমরা মুক্ত হতে পারব না। কারণ তা না হলে এর ফল হবে মারাত্মক। আমাদের ডেট রিস্ট্রাকচার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
- সূত্র: রয়টার্স