নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, শতাধিক নিহত
নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। দেশটির ইমো ও রিভার রাজ্যের সীমান্তবর্তী একটি শোধনাগারে এ ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং একটি পরিবেশবাদী দল শনিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার খনিজ সম্পদ বিষয়ক রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া বলেন, "একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লেগে ১০০ জনেও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকে অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।"
বাঙ্কারিং সাইটটি আবায়েজি বনে ইমো রাজ্যের ওহাজি-এগবেমা স্থানীয় সরকার এলাকায় অবস্থিত।
বেকারত্ব ও দারিদ্রের প্রকপে অবৈধ তেল শোধন করা নাইজেরিয়ায় একটি আকর্ষণীয় ব্যবসায় হয়ে উঠেছে। ঝুঁকি রয়েছে জেনেও শত শত মানুষ শোধনাগারগুলোতে কর্মসংস্থান খুঁজতে আসেন।
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধন প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে তা পরিশোধিত হয়। বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেইসঙ্গে এটি দেশের কৃষি অঞ্চলকেও দূষিত করছে।
দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই তেল শোধনাগারের মালিক। তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে নাইজেরিয়া সরকার।
গত অক্টোবরেও রিভার রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে ঘটনায় শিশুসহ নিহত হয়েছিল অন্তত ২৫ জন।
উল্লেখ্য, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ নাইজেরিয়া।
- সূত্র: রয়টার্স