সহজ ভিসার টোপ দিয়ে পুতিনের মেধাবী বিজ্ঞানীদের ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা বাইডেনের
রাশিয়ার মেধাবী বিজ্ঞানীদের সেবা থেকে দেশটিকে বঞ্চিত করার পরিকল্পনা করছে আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র)। এই লক্ষ্যে উচ্চ শিক্ষিত রুশ নাগরিকদের আমেরিকায় অভিবাসন বা ভিসার কিছু আবশ্যক শর্ত শিথিল করার বিষয়ে ভাবছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সুচতুর এ কৌশল প্রণয়নের সাথে জড়িত কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম এসব কথা জানিয়েছে।
আমেরিকায় যেতে চান এমন রুশ বিজ্ঞানীদের ভিসা পেতে হলে মঞ্জুরির সময়ে তাকে কোনো একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হয়, এর ভিত্তিতে আমেরিকায় কর্মসংস্থান ভিসার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। এই শর্তটি সম্পূর্ণ বাতিল করাকে সাম্প্রতিক পরিকল্পনার প্রস্তাবনায় যুক্ত করেছে হোয়াইট হাউস।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে ন্যূনতম মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রীধারী রুশ নাগরিককে ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়মটি কার্যকর করতে চান মার্কিন কর্মকর্তারা।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এ প্রচেষ্টার কথা নিশ্চিত করে বলেছেন, স্বল্প-মেয়াদে পুতিন প্রশাসনের জন্য উচ্চ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মেধাসম্পদ কমানো এবং দীর্ঘমেয়াদে রাশিয়ার উদ্ভাবনের ভিত্তি দুর্বল করা–পাশাপাশি আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পরিকল্পনা করা হচ্ছে।
মার্কিন গণমাধ্যমের সূত্রগুলি জানাচ্ছে, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, উচ্চ প্রযুক্তি পণ্য প্রস্তুত, অ্যাডভান্সড কম্পিউটিং, পরমাণু প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, মিসাইল প্রপালশানসহ বিজ্ঞানের অন্যান্য বিশেষায়িত খাতের জ্ঞানসম্পন্ন রাশিয়ার সেরা সেরা মেধাদের অন্য আমেরিকায় আসা এভাবে সহজতর করা হবে।
বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধের কারণে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হওয়ায়, এরমধ্যেই অনেক উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তি কর্মী রাশিয়া ছেড়ে পালিয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে তারা যোগ্যতা থাকার পরও রাশিয়ায় সেভাবে উচ্চ আয়ের সম্ভাবনা দেখছেন না।
রাশিয়ার মেধা সম্পদ চুরির লক্ষ্যে দেওয়া ভিসাগুলোর মেয়াদ হবে চার বছর। এসময় ভিসার ফি, বাছাই প্রক্রিয়া বা অভিবাসন ও জাতীয় নিরাপত্তা আইনের অন্য কোনো নীতিমালায় পরিবর্তন আসবে না।
মার্কিন সূত্রগুলি বলছে, গত ২৪ জানুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার মেধাবী পেশাজীবীরা স্বদেশ ছেড়ে পালাতে শুরু করে।
আমেরিকায় বসবাসকারী রাশিয়ান অর্থনীতিবিদ ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনস্ট্যান্টিন সোনিন ৭ মার্চ এক টুইট বার্তায় বলেন, "গত ১০ দিনে দুই লাখের বেশি মানুষ রাশিয়া ছেড়ে পালিয়েছে। এমন করুণ বাসভূমি ত্যাগ এক শতকেও দেখা যায়নি।"
রাশিয়ান অ্যাসোসিয়েশন ফর ইলেকট্রিক কমিউনিকেশন্স- এর একটি হিসাব তুলে ধরে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সে একটি প্রতিবেদন জানায়, এপ্রিলে আরও ৭০ থেকে এক লাখ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রাশিয়া ছাড়ার চেষ্টা করতে পারে।
সম্প্রতি আমেরিকা ও জি-৭ জোটের কয়েকটি দেশ রুশ বিজ্ঞানীদের ভিসাকে সংরক্ষিত মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। সার্ন বা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চসহ নানান সংস্থায় যেসব রুশ বিজ্ঞানী কর্মরত আছেন, তাদেরকে এমন সুবিধাদানের কথা আলোচনা চলছে কয়েক সপ্তাহ ধরেই।
এরমধ্যে বিশ্বের সবচেয়ে বড় কণা পদার্থবিদ্যা গবেষণাগার- সার্ন- ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যৌথভাবে সকল গবেষণা কাজ বন্ধ রেখেছে।
- সূত্র: ব্লুমবার্গ