শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে সরকারবিরোধী ধর্মঘট ও বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুক্রবার (৬ মে) জরুরি অবস্থা ঘোষণা একদিন আগে ধর্মঘট ও সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতি চরমে উঠেছিল দেশটিতে। খবর রয়টার্সের।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাস।
এদিকে শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও তুলেছেন শ্রমিক নেতারা। মূলত এই আন্দোলন সামাল দিতেই আবারও জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
করোনা মহামারির প্রকোপ, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং সরকারি কর হার হ্রাস কঠোরভাবে আঘাত হেনেছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। দেশটিতে এখন ব্যবহারযোগ্য বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৫০ মিলিয়ন মার্কিন ডলারে। গেল সপ্তাহে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ জারিকৃত জরুরি অবস্থার বিষয়ে বিস্তারিত বিধিনিষেধ এখনও প্রকাশ করেনি সরকার। তবে পূর্ববর্তী জরুরি আইন যেমন- সামরিক বাহিনী মোতায়েন, বিনা অভিযোগে গ্রেপ্তার এবং বিক্ষোভ-প্রতিবাদ ছত্রভঙ্গ করে দেওয়ার মতো আইনগুলো এবারের জরুরি অবস্থাতেও বহাল থাকবে।
- সূত্র: রয়টার্স