৪০ হাজার রুপির নিচে মাসিক আয় হলে রিলিফ প্যাকেজ: পাকিস্তানের অর্থমন্ত্রী
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল শনিবার (২৮ মে) বলেছেন, সরকারের ঘোষিত রিলিফ প্যাকেজ 'তীব্র মুদ্রাস্ফীতি' ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে দরিদ্রদের রক্ষা করবে।
এসময় তিনি মুদ্রাস্ফীতির জন্য সাবেক পিটিআই সরকারকে দায়ী করেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ রিলিফ প্যাকেজ ঘোষণা করেছিলেন।
শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি 'সস্তা পেট্রল, সস্তা ডিজেল' নামক এ রিলিফ প্যাকেজ পাওয়ার ক্রাইটেরিয়ার বিষয়ে কথা বলেন।
যেসব নারীর পারিবারিক আয় ৪০ হাজার রুপির কম, তারা ৭৮৬ নাম্বারে তাদের সিএনআইসি (কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেনটিটি কার্ড) নাম্বার মেসেজ করে বা কল দিয়ে রিলিফের ২০০০ রুপি গ্রহণ করতে পারবেন।
'আমরা এখন সম্পূর্ণ ত্রাণ কার্যক্রম চালাতে পারব না, কারণ আমাদের অত সম্পদ নেই। কিন্তু দরিদ্রদের সমস্যা সমাধানে আমরা আমাদের সাধ্যমতো কাজ করব,' বলেন মিফতা।
রিলিফের অর্থের পরিমাণ সামনের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। আগামী মাসে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাজেট পেশ হওয়ার কথা রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, সরকার বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-কে বর্ধিত করবে।
মিফতা ইসমাইল নিশ্চিত করেছেন, রিলিফ প্যাকেজ কেবল মোটরসাইকেল মালিকদের জন্য নয়, বরং যাদের মাসিক আয় ৪০ হাজার রুপির কম, তারাও এ প্যাকেজের সুবিধা পাবেন। যারা আগে থেকে বিআইএসপি সুবিধা পাচ্ছেন, তাদের আর নতুন করে তথ্য দিতে হবে না, তাদের কাছে রিলিফের অর্থ সরাসরি পৌঁছে যাবে।
রিলিফ প্যাকেজের আওতায় এক কোটি ৪০ লাখ পরিবার সহায়তা পাবে। জুন মাসের এক তারিখ থেকে এ অর্থ দেওয়া শুরু হবে এবং এ প্রকল্পে পাকিস্তান সরকারের ২৮০০ কোটি রুপি খরচ হবে।
ইসমাইল বলেন, এর আগের পিটিআই সরকার ধনীদের ভর্তুকি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার দরিদ্রদের উদ্দেশ্য করে ত্রাণ সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সাথে পিটিআই সরকার যে চুক্তি করেছিল, সে ফর্মুলা অনুসরণ করবে না বর্তমান সরকার।
আইএমএফ-এর সাথে আলোচনা
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ-এর সাথে সাম্প্রতিক আলাপে প্রাইভেটাইজেশন বিষয়ে কোনো কথা হয়নি।
'আমরা আগামী জুনে আইএমএফ-এর সাথে একটি স্টাফ-লেভেল সমঝোতার আশা করছি,' বলেন ইফতা।
'আইএমএফ তিন বিলিয়ন মার্কিন ডলার দেবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি এ প্রোগ্রামের মেয়াদ আরও এক বছর ও অর্থের পরিমাণ আরও দুই বিলিয়নে বাড়াতে। আমি আশা করছি, তারা রাজি হবে,' বলেন তিনি।
আইএমএফ-এর সাথে সমঝোতা চূড়ান্ত হলেই অন্যান্য বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পথ আরও প্রশস্ত হবে বলে জানান মন্ত্রী।
সৌদি আরব পাকিস্তানকে 'আরও সহায়তা করতে ইচ্ছুক' জানিয়ে মিফতা বলেন, তিনি এ সম্পর্কে বিস্তারিত জুলাই মাসে জানাবেন।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী মিফতা ইসমাইল ঘোষণা দেন, সরকার পেট্রোলিয়ামজাত জ্বালানির দাম প্রতি লিটারে ৩০ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এরপর পাকিস্তানে প্রতি লিটারে পেট্রোলের দাম ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.৭৫ রুপি, কেরোসিন তেল ১৫৫.৫৬ রুপি, ও লাইট ডিজেল ১৪৮.৩১ রুপিতে পৌঁছায়।
পাকিস্তান সরকার ও আইএমএফ-এর মধ্যে ইকোনোমিক বেইলআউট বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরের দিনই জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা আসে।
সূত্র: ডন