ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া: কাদিরভ
লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)-এর সেভেরোদোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৮ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টের মাধ্যমে এ তথ্য দিয়েছেন রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ।
তিনি লিখেছেন, "সেভেরোদোনেৎস্ক আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি মুক্ত করা হয়েছে। শহরের বাসিন্দারা এখন সহজে বিশ্রাম নিতে পারবেন। এখন থেকে তারা আর বিপদে পড়বেন না।"
কাদিরভ আরও জানান, মাত্র এক সপ্তাহের মধ্যে এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও তা পূরণ হয়েছে আরও দ্রুত।
"প্রাথমিক পরিকল্পনা ছিল এক সপ্তাহের মধ্যেই সেভেরোদোনেৎস্ককে মুক্ত করা। কিন্তু আজ আমি সময়সীমা সংশোধন করে মাত্র ৩ দিনের মধ্যে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছি। এর ফলস্বরূপ আমাদের সেনারা কাজটি আরও দ্রুত করেছে, মাত্র ৩ ঘন্টার মধ্যে," যোগ করেন কাদিরভ।
সূত্র: তাস