প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলে অন্তত ৩৪ জনের প্রাণহানি
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, মারা গেছে অন্তত ৩৪ জন।
দেশটির সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
নাগরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ওই রাজ্যে ৩৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
শনিবার সকালে বড় ধরনের ভূমিধসে প্রাণ হারায় ১৯ জন।
ক্যামারগিবে পৌরসভায় অপর এক ভূমিধসে আরো ছয় জন মারা গেছে।
প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জইর বলসেনারো দুযোর্গপূর্ণ আবহাওয়ার শিকার ব্যক্তিদের জন্য দুঃখ ও সংহতি প্রকাশ করে বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে।
এদিকে দুর্যোগপূর্ণ পার্নামবুকো রাজ্যে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর রেড এলার্ট জারি রেখেছে। এটি বন্যা ও ভূমিধস বিষয়ে সর্বোচ্চ সতর্কতা মাত্রা।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে; পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশংকা ব্যক্ত করেছে পার্নামবুকো রাজ্যের পানি ও আবহাওয়া সংস্থা।