অপহরণের মামলায় পুলিশ কর্মকর্তার ছেলে গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক ছাত্রকে অপহরণের মামলায় এক পুলিশ কর্মকর্তার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেপ্তার যুবকের নাম সোহাগ আল হাসান (২২)। তার বাবা আবদুর রহমান পুলিশের একজন পরিদর্শক। বর্তমানে তিনি পাবনায় কর্মরত।
তার ছেলে সোহাগের বিরুদ্ধে অভিযোগ, আহসানুল ইসলাম সাফি (২০) নামে রামেকের প্রথম বর্ষের এক ছাত্রকে অপহরণ করে সে। তারা দুজনেই লক্ষ্মীপুর ভাটাপাড়া মহল্লার বাসিন্দা। অপহৃতের বাবা আমিনুল ইসলাম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, গত ৩ জুলাই সোহাগ কৌশলে আহসানুলকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। পরে ৬ জুলাই সেখান থেকে তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে আনেন পরিবারের সদস্যরা। পরে ১১ জুলাই সোহাগের বিরুদ্ধে মামলা করেন আহসানুলের বাবা।
এরপর থেকে অভিযুক্ত সোহাগ পলাতক ছিল। সোমবার (২২ জুলাই) রাতে বাড়ি ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন বলেও জানান ওসি শাহাদাত হোসেন খান।