অজিদের পর নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিল বাংলাদেশ
শেখ মেহেদী হাসান, সাকিব আল হাসান ও নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে শুরুতেই দিকহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। মাঝে টম ল্যাথাম ও হেনরি নিকোলস প্রতিরোধ গড়লেও তা দীর্ঘ হলো না। ল্যাথামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এরপর আরেকটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। পরে উইকেট উৎসবে যোগ দিলেন মুস্তাফিজর রহমান। তাতে অল্পতেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই কিউইদের সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও ৬০ রানে অলআউট হয়েছিল তারা।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন স্কোর ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা।
কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ওটাই ছিল কোনো দলের করা সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫, সেটা নেমে এলো ৬০ রানে।
নিউজিল্যান্ডের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। টম ল্যাথাম ও হেনরি নিকোলস ১৮ রান করে করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। সর্বোচ্চ ৩টি উইকেট নেন মুস্তাফিজ। দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। একটি উইকেট নেন শেখ মেহেদী হাসান।