অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রিমিয়ার লিগ
অপেক্ষা করেও কোনো লাভ হলো না। উন্নতি তো দূরের কথা, করোনাভাইরাসের প্রকোপে ক্রমেই জটিল হচ্ছে অবস্থা। এ অবস্থায় তাই নতুন সিদ্ধান্ত দিতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লিগ বন্ধ থাকবে।
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠায় অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করতে বাধ্য হলো বিসিবি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।
বুধবার এ বিষয়ে তিনি বলেন, 'পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই সিদ্ধান্ত ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। কেবল পরিস্থিতি ভালো হলেই লিগ শুরুর ব্যাপারে ভাবা হবে। এর আগ পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা স্থগিত থাকবে।'
গত ১৫ মার্চ মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। যদিও তখনও করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছিল। ওর মাঝেই শুরু হয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। কিন্তু এক রাউন্ড পরই স্থগিত করা হয় লিগ। শুরুতে শুধু দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করে বিসিবি। অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় প্রিমিয়ার লিগ।
পরিস্থিতির উন্নতি হলে আগামী জুনে প্রিমিয়ার লিগ শুরু করার চেষ্টা করা হবে বলে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সব ক্রিকেট টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়াও বাংলাদেশ সফরে আসছে না।