অনুশীলন ও সামর্থ্য যাচাইয়ের পর্ব শুরু কাল
কোয়ারেন্টিন ও স্বাস্থ্য বিধি জটিলতায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বেশ আগে। সিরিজটি আয়োজন করতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জোর চেষ্টা চলালেও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে কোয়ারেন্টিনের সময়সীমা কমেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আগের অবস্থানে অনড় ছিল। শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়ে গেছে।
সিরিজ স্থগিত হওয়ার দুই দিন আগেই হোটেল থেকে ক্রিকেটারদের বাসায় যাওয়ার অনুমতি দেয় বিসিবি। গত ২৬ সেপ্টেম্বর নিজ নিজ বাসায় ফেরেন ক্রিকেটাররা। ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা ওঠেন বিসিবির একাডেমি ভবনে।
চারদিনের ছুটি কাটিয়ে আগামীকাল ১ অক্টোবর, বৃহস্পতিবার আবারও অনুশীলনে ফিরছেন স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জন। করোনা পরীক্ষার ফলের ভিত্তিতে এদিনই হোটেল সোনারগাঁওয়ে চেক ইন করবেন ক্রিকেটাররা। করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন জাতীয় দলের ডানহাতি পেসার আবু জায়েদ রাহি।
১ অক্টোবর থেকে শুরু হয়ে জাতীয় দলের স্কিল ক্যাম্প চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ক্যাম্পের অংশ হিসেবে আগের মতো হোটেল সোনারগাঁওয়ে থাকবেন ক্রিকেটাররা। স্কিল ক্যাম্পের দ্বিতীয় অংশকে সামনে রেখে নতুন করে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। জৈব সুরক্ষা বলয়ে থেকেই অনুশীলন করবেন ক্রিকেটাররা।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে দুটি দুইদিনের ও একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। প্রথম ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। একদিন বিরতি দিয়ে ৫ ও ৬ অক্টোবর দুই দিনের দ্বিতীয় ম্যাচটি খেলবেন তামিম, মুশফিক, মুমিনুলরা। তিন দিন অনুশীলনের পর ১৩ অক্টোবর শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের ২৮ ক্রিকেটারদেরও করোনা ফলাফলের ভিত্তিতে বিকেএসপিতে পাঠানো হবে। ১ অক্টোবর থেকে বিকেএসপিতে দ্বিতীয় দফায় শুরু হবে যুবাদের স্কিল ক্যাম্প। প্রথম দফার ক্যাম্পে বিদেশি কোচিং স্টাফরা না থাকলেও এই ক্যাম্পে তারা থাকবেন।
ক্যাম্পের শুরু থেকেই থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টনিয়ের। দুজনই ঢাকা ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। চার সপ্তাহের এই ক্যাম্পে ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলবে যুবারা।
এই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখে স্কোয়াড আরও ছোট করবেন নির্বাচকরা। ছোট হয়ে যাওয়া দলটি নিয়ে শুরু হবে ২০২২ যুব বিশ্বকাপের আসল প্রস্তুতি। আবাসিক ক্যাম্প সামনে রেখে গত ২৪ সেপ্টেম্বর যুবাদের ২৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এই দলে আছেন গত যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে থাকা মেহরব হাসান ও আশরাফুল ইসলাম সিয়াম এবারও প্রাথমিক দলে আছেন।