অলিম্পিক ফুটবল: আর্জেন্টিনার বিদায়, শেষ আটে স্পেন-মিশর
টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে আর্জেন্টিনার পথচলা দীর্ঘ হলো না। গ্রুপ পর্বেই থেমে গেলো তাদের স্বর্ণজয়ের যাত্রা। আলবিসেলেস্তেদের বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে স্পেন। শেষে আটের টিকেট কাটতে স্পেনকে হারাতেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু ম্যাচটিতে ড্র করেছে তারা।
'সি' গ্রুপের ম্যাচে সাইতামা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে স্পেনকে এগিয়ে নেন মিকেল মেরিনো। আর্জেন্টিনার পক্ষে সমতাসূচক গোলটি করেন তমাস বেলমোন্তে।
'সি' গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মিশর। এই জয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠল স্পেন। দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে ওঠা মিশরের ৩ ম্যাচে ৪ পয়েন্ট। ৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্টও ৪। কিন্তু গোল ব্যবধানে তাদেরকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠেছে মিশর।
এই গ্রুপের তলানির দল অস্ট্রেলিয়া ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। তারা একটি ম্যাচে জয় পেয়েছে, বাকি দুটিতে হেরেছে। তাদের একমাত্র জয়টি আর্জেন্টিনার বিপক্ষে। শুরুর ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল তারা।