আইসিসির জুলাই মাসের সেরা সাকিব
এক দিনে দুটি সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার দিনে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আইসিসির জুলাই মাসের 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- এর সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশ প্রাণ ভোমরা।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন সাকিব। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুশফিকুর রহিম।
মাস সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার বলেছেন, 'আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই সম্মানের। মাসজুড়ে আরও কিছু দারুণ পারফরম্যান্স ছিল, এ কারণে এটা আমার কাছে বিশেষ। দলের জন্য অবদান রাখতে পারলে সবচেয়ে বেশি সুখ ও তৃপ্তি পাই। শেষ কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি।'
গত জানুয়ারি থেকে চালু হওয়ার এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।
নারীদের বিভাগে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও অলরাউন্ডার স্টেফানি টেলর। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার হেলি ম্যাথুস ও পাকিস্তানের মিডিয়াম পেসার ফাতিমা সানা।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাটে-বলে ভালো সময় যাচ্ছিল না সাকিব আল হাসানের। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে খারাপ সময়কে ছুটিতে পাঠান বাঁহাতি এই অলরাউন্ডার। তিন ফরম্যাটেই দলের হয়ে অবদান রাখেন তিনি। একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩ রান করা সাকিব বল হাতে দলকে এগিয়ে দেন। দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট।
তিন ওয়ানডেতে সাকিবের রান ১৪৫। এর মধ্যে দ্বিতীয় ওয়ানডে হার না মানা ৯৬ রান করে দলকে জেতান তিনি, বল হাতে নেন ৮ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দুই ইনিংসে ব্যাট করে রান করেন ৩৭, উইকেট নেন ৩টি।