আইসিসির মাস সেরার লড়াইয়ে নাসুম
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ের স্বীকৃতি পেলেন নাসুম আহমেদ। 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ'-এর সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের বাঁহাতি এই স্পিনারের।
এই লড়াইয়ে নাসুমের প্রতিদ্বন্দ্বী নেপালের সন্দিপ লামিচানে ও আমেরিকার জাসকারান মালহোত্রা। বুধবার এক বিবৃতি দিয়ে সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। মেয়েদের সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের হিদার নাইট ও চার্লি ডিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জেতে বাংলাদেশ। সিরিজ জয়ের পথে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন নাসুম। ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে ৮টি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নেন নাসুম, যা এই ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা বোলিং। দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সেরার সংক্ষিপ্ত তালিকায় তাকে জায়গা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে বাংলাদেশ থেকে মাসে সেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিংয়ের স্বীকৃতস্বরূপ লামিচানকে তালিকায় জায়গা দেওয়া হয়েছে। নেপালের তারকা এই লেগ স্পিনার সেপ্টেম্বরে ৬ ওয়ানডেতে ১৮ উইকেট নেন, ওভারপ্রতি তার খরচা মাত্র ৩.১৭ রান। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ ও ১১ রানে ৬ উইকেট নেন তিনি। ওমানের বিপক্ষে ১৮ রান ৪টি উইকেট নেন লামিচান।
এক ওভারে ছয় ছক্কা মেরে রেকর্ডের পাতায় জায়গা করে নেওয়া আমেরিকার জাসকারান তার দুর্দান্ত ইনিংস দিয়ে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন। ওয়ানডেতে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ছয় ছক্কার কীর্তি গড়েন তিনি।
পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই ম্যাচে মালহোত্রা ১৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। যা ওয়ানডেতে পাঁচে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড। আগেরটি ছিল এবি ডি ভিলিয়ার্সের ১৬২।