আইসিসির মে মাসের সেরা মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন মুশফিকুর রহিম। আইসিসির মে মাসের 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- সেরা হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রভিন জয়াবিক্রমাও ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু পুরস্কার গেলো মুশফিকের ঝুলিতে। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।
গত মাসে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা ছিলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ব্যাটেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। তার ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডেতে হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে ২৩৭ রান করা মুশফিক জেতেন সিরিজ সেরার পুরস্কার।
প্রভিন জয়াবিক্রমা তার অভিষক টেস্টের পারফরম্যান্সের কারণে সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন। শ্রীলঙ্কার তরুণ বাঁহাতি এই স্পিনার বাংলাদেশকে একাই পথ ভুলিয়ে দিয়েছিলেন। তার স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েই দ্বিতীয় টেস্ট হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১১টি (প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়িয়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছিলেন হাসান আলী। পাকিস্তানের ডানহাতি এই পেসার প্রথম টেস্টে ৯টি উইকেট (প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার শিকার ছিল ৫ উইকেট।