আনন্দ-উৎসবে উদ্বেলিত মিরপুর স্টেডিয়াম
বিমানবন্দর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছেছে বিশ্বজয়ী বাংলাদেশ যুব দল। আগে থেকেই হাজারো ভক্ত-সমর্থক সেখানে জড়ো হয়ে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন বলে গলা ফাটাচ্ছিলেন। দল পৌঁছাতেই উদ্মাদনায় পৌঁছে যায় ক্রিকেটমোদীদের উদযাপন।
দল পৌঁছানোর পর মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটক খুলে দেয়া হয়। কারণ চেষ্টা করেও ভক্ত-সমর্থকদের আটকানো যাচ্ছিলো না। ভেতরে ঢোকার পরও বাইরে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন।
মিরপুর স্টেডিয়ামের ভেতর এখন চলছে পাগলাটে উদযাপন। আলোক ঝলমলে মিরপুর স্টেডিয়ামে ফোটানো হচ্ছে আতশবাজি। বাজছে ব্যান্ড পার্টির অনবদ্য সুর। গ্র্যান্ডস্ট্যান্ডে দর্শকদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তাদের মুখে একটাই স্লোগান, 'বাংলাদেশ, বাংলাদেশ', 'চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন।'
সবার অপেক্ষা বিশ্বজয়ী আকবর, হৃদয়, মাহমুদুল, শরিফুলদের জন্য। চ্যাম্পিয়নদের এক নজর দেখে প্রাণ জুড়াতে মাঠে অপেক্ষা ভক্ত-সমর্থকদের।
আকবর আলীরা আপাতত আড়ালেই আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গ ছোট্ট একটা বৈঠক করার কথা রয়েছে তাদের।
বৈঠক শেষ হলে মাঠে নেয়া হবে ক্রিকেটারদের। সবুজ গালিচার ওপর বসানো হয়েছে লাল গালিচা। লাল গালিচা পেরিয়ে কেক কাটতে মাঠে নামবেন আকবর আলীরা। এরপর সংবাদ সম্মেলনে অংশ নেবেন অধিনায়ক আকবর, কোচ নাভিদ নাওয়াজ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।