আফগানদের গুঁড়িয়ে দুই দিনেই টেস্ট জিতলো জিম্বাবুয়ে
ক্রিকেটে জিম্বাবুয়ে নামটি আগের মতো করে আর উচ্চারিত হয় না। ক্রিকেটারদের বেতন, বোর্ডের অভ্যন্তরীণ ঝামেলাসহ আরও নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেট খেলাই কষ্টসাধ্য এক সময়ের দারুণ এই দলটির জন্য। ২০১৯ সালে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে এসে দুই দিনের বাড়তি হোটেল ভাড়া দেওয়ার অবস্থাও ছিল না তাদের। বিসিবির কল্যাণে মান রক্ষা হয়েছিল তাদের। জিম্বাবুয়ের পারফরম্যান্সেও নেই আগের ঝলকানি। সেই দলটিই টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে দেখালো।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আফগানিস্তানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে শন উইলিয়ামসের দল। আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচটি তিনদিনেও যেতে দিল না জিম্বাবুয়ে, দুই দিনেই জয় তুলে নিয়েছে তারা। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে হারানো আফগানিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। উইকেটের হিসাবে টেস্টে এটাই জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তানের প্রথম ইনিংস ১৩১ রানেই গুটিয়ে যায়। ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়াচু মিলে আফগানদের ইনিংস ধসিয়ে দেন। মাজবারানি ৪টি ও নায়াচু ৩টি উইকেট নেন। জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৫০ রানে।
প্রথম ইনিংসেই ১১৯ রানের লিড পায় জিম্বাবুয়ে। ১০৫ রানের অসাধারণ ইনিংস খেলেন অধিনায়ক শন উইলিয়ামস। এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। সিকান্দার রাজা ৪৩ ও রেজিস চাকাভা ৪৪ রান করেন। আফগানিস্তানের বাঁহাতি স্পিনার আমির হামজা সর্বোচ্চ ৬টি উইকেট নেন। ২টি উইকেট পান জহির খান।
পিছিয়ে থাকা ১১৯ রান তুলে জিম্বাবুয়েকে লক্ষ্য দিতে গিয়ে মাঝ দরিয়াতে পড়ে যায় আফগানরা। ব্লেসিং, নায়াচু, টিরিপানোদের দারুণ বোলিংয়ের বিপক্ষে ইনিংস হারের শঙ্কাতেই পড়ে যায় তারা। ইব্রাহিম জাদরানের ৭৬ রানের পর শেষের দিকে অধিনায়ক আজগর আফগানের ১৪ ও আমির হামজার ২১ রানের কল্যাণে ইনিংস হার এড়ায় টেস্ট ক্রিকেটের নবীন দলটি।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৫ রানে। নায়াচু ও টিরিপানো ৩টি করে এবং ব্লেসিং ২টি উইকেট পান। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭ রান। যা ৩.২ ওভারেই তুলে নেন জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী ১০ মার্চ শুরু হবে।