আবারও বার্সায় ফিরছেন জাভি?
নিজের শৈশব ও তারুণ্যের ক্লাব এফসি বার্সেলোনায় কোচ হয়ে আসার ইচ্ছার কথা আগেও বেশ কয়েকবার জানিয়েছেন ক্লাব কিংবদন্তী জাভি হার্নান্দেজ। সমর্থকরা তো বটেই, ক্লাবের কর্তাব্যক্তিদের অনেকে সাবেক বার্সা মিডফিল্ডারকে কোচের ভূমিকায় দেখতে আগ্রহী। যত দ্রুত সম্ভব, জাভিকে ন্যু ক্যাম্পে দেখতে চান তারা।
এর আগে কিকে সেতিয়েনকে বরখাস্ত করার পর কোচ হিসেবে জাভির নাম শোনা যায়। বর্তমান ডাচ কোচ রোনাল্ড কোমানও বার্সাকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে ব্যর্থ। তাই আরও একবার নতুন করে স্প্যানিশ তারকার কোচ হওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
কাতালান জায়ান্টদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে জাভি বলেন, "যেকোনো ধরনের প্রস্তাব এলেই তা বিবেচনা করা হবে এবং তারপর সিদ্ধান্ত নিব। আমি জানি না ভবিষ্যৎ আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমার দরজা খোলাই আছে।"
রোববার উয়েফা ন্যাশনস লিগের ফাইনালে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে লা ব্লু ও লা রোজা'রা। ফাইনালকে সামনে রেখে টিভিই'র সঙ্গে আলাপচারিতায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে সামান্য ফেভারিট মানছেন বলে জানান জাভি।
তবে নিজ দেশ স্পেন ও তাদের কোচ লুই এনরিকে সম্পর্কে বেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সাবেক বার্সা তারকা।
"তিনি (এনরিকে) খুব ভালো ও যোগ্যতাসম্পন্ন একজন কোচ। তিনি খেলোয়াড়দের কাছ থেকে যেমন আদায় করে নিতে জানেন, তেমনি খেলোয়াড়দেরও অনেক কিছু দেন। তিনি খুবই সাহসী। আমি স্পেনের খেলার ধরনের সঙ্গে খুবই পরিচিত। এতগুলো বছর এই স্টাইলেই খেলে এসেছি আমরা। স্পেন বলের দখল রাখে এবং আক্রমণাত্মক খেলতে পছন্দ করে," বলেন তিনি।