'আমার সময় এখনও আসেনি'- অবসরের প্রশ্নে রোনালদো
ইতোমধ্যেই পার করে ফেলেছেন জীবনের ৩৬টি বসন্ত। তাই প্রায়ই তাকে শুনতে হয় একটি প্রশ্ন, "অবসর নেবেন কবে?" বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ দেখে ফেলেছেন অনেক।
কিন্তু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, এখনও সময় আসেনি তার।
স্কাই স্পোর্টস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই পর্তুগিজ ফরওয়ার্ড আরও দাবি করেন, ক্লাবের হয়েও এখনও অনেক শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে তার।
"কেন? আমার তো মনে হয় না আমার সময় এখনও এসেছে," এভাবেই স্কাই স্পোর্টস নিউজের কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর প্রসঙ্গে উত্তর দেন রোনালদো। "মানুষ কী চায়, এটা তো সে ব্যাপার নয়। এটা হলো আমি কী চাই।
"এটা [অবসর] হবে তখন, যখন আমি অনুভব করব যে আর দৌড়াতে পারছি না, ড্রিবল করতে পারছি না, শুট করতে পারছি না, আমার সব শক্তি ফুরিয়ে গেছে... কিন্তু এখনও আমার মধ্যে সেই সক্ষমতা রয়েছে, তাই আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি এখনও এ ব্যাপারে মোটিভেটেড। আমার কাজ করে যাওয়ার, মানুষকে খুশি করার, আমার পরিবার, ভক্ত ও আমার নিজেকে খুশি করার ক্ষেত্রে এটিই [মোটিভেটেড] হলো মূল শব্দ। আমি এর মাত্রাকে আরও উপরে নিয়ে যেতে চাই।
"আপনি বলছেন পর্তুগালের কথা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে আমারই রয়েছে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাসিস্ট... সবকিছু। কিন্তু আমি আরও সামনে এগোতে চাই। আমি ফুটবল খেলতে পছন্দ করি। মানুষকে খুশি করতে পারলে আমিও ভালো অনুভব করি।"
এদিকে রোনালদো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়েও কথা বলেছেন। নিজের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি, বলেছেন একসাথে মিলে তারা নিজেদের লক্ষ্য অর্জনে সমর্থ হবে।
"আমার মতে আমরা এখন এমন একটি মুহূর্তে রয়েছি যখন ম্যানচেস্টারের [ইউনাইটেড] কিছু পরিবর্তনের জায়গা রয়েছে।
"তারা আমাকে কিনেছে, [রাফায়েল] ভারানেকে কিনেছে, [জ্যাডন] সাঞ্চোকে কিনেছে। এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। এমনকি আমরা যে সিস্টেমে খেলি সেখানেও পরিবর্তন আসছে। কিন্তু আমি মনে করি ধাপে ধাপে আমরা নিজেদের মনে ব্যাপারটাকে গেঁথে নিতে পারব যে সবকিছুই সম্ভব।
"আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না। আমি প্রথমে সামষ্টিক ব্যাপারে কথা বলি। সামষ্টিকভাবে জয় পাওয়াটা জরুরি। ব্যক্তিগত পর্যায়ে জেতা তো অনেক বেশি সহজ। আমি এমনটাই বিশ্বাস করি এবং আমি এখনও বিশ্বাস করি এটা সম্ভব।"
রোববার, ২৪ অক্টোবর লিগে নিজেদের সম্ভাব্য সবচেয়ে বড় ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের সফলতম দুই দলের মধ্যে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে অবশ্য সংশয় রয়েছে রোনালদোর স্বদেশী, ইনজুরি আক্রান্ত ব্রুনো ফার্নান্দেজের অংশগ্রহণ নিয়ে।