আশরাফুল-রাকিবুলদের অধিনায়ক তরুণ শান্ত
দলে আছেন মোহাম্মদ আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার, যিনি বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। আছেন ফরহাদ রেজা, রাকিবুল হাসান, আরাফাত সানিরাও। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নেতৃত্বে তরুণ নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রেখেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বৃহস্পতিবার জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর শান্তকে অধিনায়ক ঘোষণা করে দলটি।
জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণার জন্য নিজেদের হেড অফিসে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী মিনিস্টার গ্রুপ। অনুষ্ঠানে ক্রিকেটার, প্রধান কোচের সঙ্গে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহী ও মিনিস্টার মাইওয়ানের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
শান্তকে অধিনায়ক নির্বাচন করার কারণ হিসেবে তিনি বলেন, 'দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে এমনিতেই সাহায্য পাবেন শান্ত। আশরাফুলরা নিশ্চয়ই শান্তকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবেন। কিন্তু শান্ত খেলার মধ্যে থাকায় এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করায় তাকে আমরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি।'
বিসিবির প্রেসিডেন্টস কাপে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা শান্ত রাজশাহীর অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত। দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার থাকার পরও তাকে নেতৃত্ব দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তরুণ এই ক্রিকেটার বলেন, 'অবশ্যই খুব ভালো একটা সুযোগ, আমি সবসময় উপভোগ করি ব্যাপারটা। টিম ম্যানেজমেন্ট আমাকে এই সুযোগটা করে দিয়েছে, অবশ্যই আমি কৃতজ্ঞ। আর অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে।'
'অনেক সময় অনেক পরিস্থিতি আসে অভিজ্ঞরা তখন একটা আইডিয়া দিলে কাজটা সহজ হয়ে যায়। যেটা আমার দলে আছে। প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করায় একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সুতরাং আশা করি একটা ভালো টুর্নামেন্ট করতে পারব।' যোগ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আশরাফুলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানিয়ে শান্ত বলেন, 'আমরা জানি উনি কত ভালো ক্রিকেট খেলেছেন, কতটা সফল ছিলেন। অনেক কিছু শেখার আছে। উনি বাংলাদেশ দলেরও অধিনায়ক ছিলেন। এ জায়গাতেও শেখার অনেক কিছু আছে। চেষ্টা করব উনার কাছ থেকে যেন শিখতে পারি।'
পাঁচটি দল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ক্রিকেটের মারকাটারি ফরম্যাটের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।