আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আর মাত্র কদিন বাকি। এর আগে বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি বেলা ১২টায় মাঠে গড়িয়েছে। এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রথম প্রস্তুতি ম্যাচটি ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরে যায় তারা। প্রস্তুতি ম্যাচের হার নিশ্চয়ই বড় কিছু নয়, তবে ব্যাটে-বলে ছন্দময় বাংলাদেশের দেখা মেলেনি।
সেদিক থেকে আয়ারল্যান্ডের প্রস্তুতি ভালো হয়েছে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দেয় তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৯৬ রান তোলে পাপুয়া নিউগিনি। জবাবে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় আইরিশরা।
এই ম্যাচেও খেলছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেননি তিনি। পরে পিঠে হালকা ব্যথা অনুভব করায় শ্রীলঙ্কার বিপক্ষেও বিশ্রামে ছিলেন মাহমুদউল্লাহ। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), নাঈম সেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু ব্যালবির্নে, ক্রেইগ ইয়াং, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশুয়া লিটল, মার্ক অ্যাডায়ার, নেইল রক, পল স্টার্লিং ও সিমি সিং।