ইউরোর বাকি ম্যাচে দেম্বেলেকে পাচ্ছে না ফ্রান্স
জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করলেও পরের ম্যাচটা ভালো যায়নি ফ্রান্সের। দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয়ের ছক আঁকছে তারা। এমন সময়ে এলো খারাপ খবর। হাঁটুর চোটের কারণে উসমান দেম্বেলেকে দলে পাচ্ছে না ফ্রান্স।
কেবল পর্তুগালের বিপক্ষে ম্যাচেই নয়, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে ফরাসি এই ফরোয়ার্ড। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) সোমবার দেম্বেলের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে বুদাপেস্ট হাসপাতালে করানো এক্স-রে'তে ২৪ বছর বয়সী দেম্বেলের চোট ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে সময় লাগবে তার। এ কারণে খেলোয়াড় ও দলের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচেই তার চোট সম্পর্কে জানা যায়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই আক্রমণে দারুণ ভূমিকা রাখেন তিনি। এই ম্যাচেরই শেষ দিকে দেম্বেলেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এরপরই এক্স-রে করা হয়, যেখানে চোট ধরা পড়েছে।
এবারের ইউরোতে ফ্রান্সের গ্রুপটাকে বলা হচ্ছে মৃত্যুকূপ। 'এফ' গ্রুপে তাদের সঙ্গে আছে জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরি। দুই ম্যাচে এক জয় ও এক ড্রসহ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ৩ করে পয়েন্ট নিয়ে দুইয়ে জার্মানি এবং তিনে পর্তুগাল। ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে হাঙ্গেরি।