ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ, দেশে ফিরে গেলেন আরেকজন অ্যাথলেট
ইসরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামতে না চাওয়ায় আরও একজন অ্যাথলেটকে টোকিও অলিম্পিক থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সুদানের জুডোকা মহম্মদ আব্দালরসুল ইসরায়েলের তোহার বাটবুলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে রাজি হননি।
ছেলেদের ৭৩ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এ বাটবুলের সঙ্গে লড়াই ছিল আব্দালরসুলের। তবে তিনি ইসরায়েলের প্রতিপক্ষের মুখোমুখি হননি। এমনটা নয় যে, আগেই লড়াইয়ে নামবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আব্দালরসুল। এমনকি ইভেন্টের আগে ওয়েট ক্যাটাগরি যাচাইয়ের দিনেও উপস্থিত ছিলেন তিনি।
আন্তর্জাতিক জুডো সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে সুদানের জুডোকার ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। সুদানের অলিম্পিক কর্তারাও এই নিয়ে মুখ খোলেননি। এমনকি আব্দালরসুলও এই নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি।
যদিও বাটবুল জানান যে, ইসরায়েলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে সুদানের প্রতিপক্ষের কাঁধে চোট ছিল বলেই তিনি সরে দাঁড়িয়েছেন।
পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, ঠিক যে জন্য আলজেরিয়ার জুডোকা ফেথি নউরিন বাটবুলের বিরুদ্ধে প্রথম রাউন্ডের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন, ইভেন্ট থেকে আব্দালরসুলের নাম তুলে নেওয়ার কারণও সেই একই। তিনিও ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেই সরে দাঁড়িয়েছেন ম্যাচ থেকে।
আব্দালরসুল মুখ না খুললেও নউরিন লড়াই থেকে সরে দাঁড়ানোর পরে জানিয়েছিলেন, 'আমরা অলিম্পিকে পৌঁছানোর জন্য প্রচুর প্ররিশ্রম করি। তবে প্যালেস্টাইন সমস্যা এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।'